Latest News

December 27, 2017

We have transformed Ganga Sagar, despite non-cooperation by Centre: Mamata Banerjee at Kakdwip

We have transformed Ganga Sagar, despite non-cooperation by Centre: Mamata Banerjee at Kakdwip

Terming Ganga Sagar as ‘Sanhati Tirtha’ (Pilgrimage of harmony), Bengal Chief Minister Mamata Banerjee today said, “After coming to power, we have brought about transformational changes in this region. We have boosted the infrastructure in Ganga Sagar. We could do more only if Centre did not met out step-motherly treatment. We will make Ganga Sagar popular all over the world.

Speaking on the occasion of the inaugural ceremony of Krishi Mela at Kakdwip, the CM said that despite the huge debt burden left behind by the Left Front Government, her government was doing all it can to carry on the work of development.

The CM announced that a bridge will come up at Muriganga soon. The bridge would have been built sooner, had Centre cooperated. Citing facts, she said the State Government was even ready to give 74% shares of Tajpur port to the Centre, but the latter showed no interest.

She also said 24 roads have been built in Sagar Islands at a cost of Rs 100 crore. A bridge has come up on Hatania-Doyania river at a cost of Rs 225 crore. Karma Tirthas have been set up, the temple has been renovated too. Stress has been laid on eco-friendly tourism.

The Chief Minister also slammed the Centre for not giving any aid for flood relief in Bengal. She said, “We have allotted Rs 1200 crore so far for flood relief and compensation. The Centre has not given a single penny. We have also done away with khajna tax on agricultural land. When we make a commitment, we also fulfill them.”

Our actions speak louder than words, the CM commented.

 

গঙ্গাসাগর হবে সংহতি তীর্থ, সাগর-পর্যটনকে বিশ্বজনীন করার ডাক মমতার

বিগত সাত বছরে বদলে গেছে গঙ্গাসাগর। সত্যিকারের পরিবর্তন এসেছে। কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাকদ্বীপে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নের জয়গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে জানালেন, অনেক আর্থিক প্রতিকূলতার মধ্যেই চলছে এই উন্নয়ন যজ্ঞ।

গঙ্গাসাগরকে মানুষের সংহতি তীর্থ ঘোষণা করে তিনি বলেন, ‘আমাদের সরকার আসার পর ভোল বদলে গিয়েছে সাগরমেলার পরিকাঠামোর। গঙ্গাসাগর নিয়ে আমার আরও পরিকল্পনা রয়েছে।শুধু কেন্দ্রের বঞ্চনার জন্য তা বাস্তাবয়িত করতে পারছি না। তবে যা কথা দিয়েছি, তা করে দেখাবই। গঙ্গাসাগর আর একবার নয়, সব তীর্থের মতোই সাগরতীর্থও হবে বারবার।’

বুধবার গঙ্গাসাগরে কৃষিমেলার উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণ হবে অচিরেই। শুধু কেন্দ্রের বঞ্চনার জন্য দেরি হয়েছে এই ব্রিজের বাস্তবায়নে।’

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুড়িগঙ্গায় লোহার ব্রিজ নির্মাণের জন্য তিনি কেন্দ্রকে তাজপুর বন্দরের ৭৪ শতাংশ শেয়ারও দিতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মুড়িগঙ্গায় সেতু নির্মাণের ব্যাপারে আদৌঅগ্রসর হয়নি। তবে আমি বসে নেই। গঙ্গাসাগরের পরিকাঠামো উন্নয়নের জন্য সমস্তরকম প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

তিনি জানান, ‘আমরা গঙ্গাসাগরে ১০০ কোটি টাকা ব্যয়ে ২৪টি রাস্তার সংস্কার করেছি। জেটি তৈরি হয়েছে। ২২৫ কোটি টাকা ব্যয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতু নির্মাণ হয়েছে। এছাড়া আরও ছোট ছোটসেতু নির্মাণ হয়েছে। তৈরি হয়েছে কর্মতীর্থ, মন্দিরেরও সংস্কার করা হয়েছে। বিগত ছ-বছরে আমূল বদলে গিয়েছে গঙ্গাসাগরের চিত্র। রাস্তাঘাট, জল-বিদ্যুৎ সবকিছুর উন্নয়ন হয়েছে। ইকো-ফ্রেন্ডলি কটেজ তৈরি হয়েছে।’

শুধু গঙ্গাসাগর নয়, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, পুরুলিয়া, ফুরফুরা-সহ সমস্ত তীর্থস্থানকেই আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেইমতো উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘বিগত বাম সরকার যে দেনার বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছে, তার জন্য ৪০ হাজার কোটি টাকা করে কেটে নিয়ে যায় কেন্দ্র। ওই টাকা থাকলে আমরা আরও অনেক উন্নয়ন করতে পারতাম।’

এদিন গঙ্গাসাগরে কৃষিমেলার উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দিকে আঙুল তুলে জানিয়ে যান, ‘বন্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১২০০ কোটি টাকা সাহায্য দিয়েছে রাজ্য। এর একটি পয়সাও কেন্দ্র পাঠায়নি। এছাড়া কৃষির খাজনা মকুব থেকে শুরু করে, ধান কেনার ব্যবস্থা- সবকিছু করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিল, তাই যা কথা দিয়েছিল, তা করে দেখাচ্ছে।আমরা শুধু কথা বলি না, কাজ করে দেখাই।’