অক্টোবর ৭, ২০২১
বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায়

বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায় তাঁর সঙ্গে শপথ নিলেন জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের উপনির্বাচনে জয়ী প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁদের শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে ৭ মিনিটের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এদিন দুপুর ১টা ৫৪ মিনিটে বিধানসভায় এসে পৌঁছন রাজ্যপাল। তার আগেই বিধানসভায় পৌঁছে যান মমতা বন্দোপাধ্যায়।
চিরাচরিত প্রথা অনুযায়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার বা স্পিকার। যদিও এই অধিকার রাজ্যপালের হাতেই থাকে৷ তাঁর অনুমতিতেই দায়িত্ব দেওয়া হয় প্রোটেম স্পিকার বা স্পিকারকে। রাজভবনের তরফে বিধানসভায় জানানো হয়েছিল, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল এতদিন যে অধিকার স্পিকারকে দিয়েছিলেন, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে শেষমেশ খোদ রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। এরপর দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়।