এপ্রিল ৩, ২০২০
আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে মুখ্য সচিব ও আধিকারিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮। বৃহস্পতিবার পর্যন্ত ওই সংখ্যা ছিল ৩৪। এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে কালিম্পঙের যে মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁর পরিবারের আরও ৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, ‘‘একই পরিবারের ১০ জন আক্রান্ত হয়েছেন। আগেই ভর্তি হয়েছিলেন ৪ জন। আরও ৬ জনের খবর পাওয়া গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।”
নবান্ন সভাঘরে এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আমাদের চিকিৎসায় অনেকেই সুস্থ হয়ে উঠছেন।” তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, রাজ্যে মোট ২০৬ টি কোয়রান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। সরকারি কোয়রান্টিন সেন্টারে এই মুহূর্তে রয়েছেন ১ হাজার ৮৯২ জন। ছাড়া পেয়েছেন ৩ হাজার ২১৮ জন। কোভিড-১৯ এর চিকিৎসার জন্য রাজ্যে ৫৯টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।
তাঁর বক্তব্যের মূল বিষয়ঃ
কোথায় কোন হাসপাতাল হবে এটা সরকার ঠিক করবে, আমরা চাই করোনা রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা হাসপাতাল হবে
আইন অনুযায়ী মহামারীর সময় স্কুল কলেজ, হাসপাতাল সব কিছুকে কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে
থ্যালাসেমিয়া রোগীদের জন্য পুলিশ রক্ত দিচ্ছে। কলকাতা পুলিশ রেগুলার ৫০ বোতল এবং সব জেলার পুলিশ মিলিয়ে রেগুলার ১২৪৯ বোতল রক্ত দিচ্ছে
একটা ভালো খবর হল, বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন রোগী ভালো আছেন। আজ ৯ জন বাড়ি ফিরছেন।
সেবা করা আমাদের ধর্ম
আমার দুটি স্বত্ত্বা, এক আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এক আমি মা মাটি মানুষের নেত্রী
সুখ দুঃখ সব সময় আমরা মানুষের পাশে আছি, আপনাদের সকলের সহযোগিতা চাই. দুর্যোগ আসবেই, সকলে মিলে আমরা তা জয় করব
রেশন দোকানে দূরত্ব বজায় রেখে লাইন দিন, সব নিয়ম মেনে চলুন
পি পি ই ১১ লক্ষ অর্ডার দিয়ে ১ লক্ষ ৬৭ হাজার পেয়েছি
এ ন ৯৫ মাস্ক ৭ লক্ষ অর্ডার দিয়েছি, ৬৫,৭৫০ টি পেয়েছি
টু লেয়ার মাস্ক ৪ লক্ষ অর্ডার দিয়েছি, ৩ লাখ ৯,১৫০ পেয়েছি
থ্রি লেয়ার মাস্ক ৮ লক্ষ অর্ডার দিয়েছি, ৩ লক্ষ ৫ হাজার পেয়েছি
স্যানিটাইজার ২৯ হাজার লিটার অর্ডার দিয়েছিলাম পেয়েছি ২৫ হাজার ৭০০ লিটার
২০ হাজার থার্মাল গান অর্ডার দিয়েছি, ৫ হাজার পেয়েছি
সামাজিক পেনশন ৩৫ লক্ষ ১০ হাজার ২০০ দেওয়া শুরু হয়ে গেছে
এই লোকডাউনে হাজার হাজার কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে
কাজ করলে তবেই ভুল হয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের লোককে ভালো রাখুন
পুলিশ, সাংবাদিক কে বলবো, মাইক ব্যবহার করার আগে ওটা স্যানিটাইজ করে নিন
ডাক্তার নার্স সবাইকে আরো সতর্ক হতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে তবেই মানুষের সেবা করতে পারবেন , দূরত্ব বজায় রাখুন
ভালো করে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন