সাম্প্রতিক খবর

এপ্রিল ১, ২০২০

আগামী দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ – অগ্নিপরীক্ষা। ঘরে থাকুনঃ মুখ্যমন্ত্রীর আর্জি

আগামী দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ – অগ্নিপরীক্ষা। ঘরে থাকুনঃ মুখ্যমন্ত্রীর আর্জি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে ছিলেন মুখ্য সচিব ও ডাক্তারের প্যানেল। তিনি করোনা মোকাবিলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সকলকে বাড়ি থাকার অনুরোধ জানান। তিনি সকলকে আবারও বলেন আতঙ্কিত না হতে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আগামী দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ – অগ্নিপরীক্ষা রাজ্যের জন্য। এটি খুব জটিল সময়। সরকারের নির্দেশ মেনে চলুন যা ডাক্তারদের পরামর্শ নিয়ে তৈরী করা হয়েছে।

দয়া করে দুসপ্তাহ বাড়ি থাকুন। বাড়িতে ক্যারম খেলুন, রাস্তায় পরে আড্ডা মারবেন। রাস্তাঘাট থেকে দূরে থাকুন।

একান্ত কোনও কাজে বেরোতে হলে অন্যান্য মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। এই ভাইরাস যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে সাবধান না হলে।

সরকার এখন পর্যন্ত ১,১১,৩৯৪টি পিপিই, ৪২,৯৬৫টি এন৯৫ মাস্ক, ৩,২০০ থার্মাল গান ও ১৮,৩৬৩ লিটার স্যানিটাইজার বিলি করেছে।

এখন পর্যন্ত ৩৭ জনের করোনা ধরা পড়েছে। তার মধ্যে ৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
২ হাজার ব্যক্তি সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনে আছেন।

বাজার বা রেশন দোকানে ভিড় করার কোনও প্রয়োজন নেই। ঐ দোকানগুলি রোজ খোলা থাকবে এবং সবকিছু মজুত থাকবে।

দোকানে বা বাজারে অন্য কোনও ব্যক্তির কাছে দাঁড়াবেন না। দূরত্ব বজায় রাখুন ও বারবার হাত ধুন।

সকলের সহযোগিতায় এই যুদ্ধ আমরা জিতবো। স্বাভাবিক জীবন আবার ফিরে আসবে।