Latest News

December 24, 2017

Bengal Govt introduces Sufala vans for cooperative societies to sell vegetables at affordable prices

Bengal Govt introduces Sufala vans for cooperative societies to sell vegetables at affordable prices

The State Cooperation Department has started a concept called Sufala van. The aim of introducing these motorised vans is to sell fresh vegetables at the right prices to the common people.

The first such vans were given to cooperative societies in Hooghly by the Cooperation Minister recently. The managers of 20 cooperative societies were handed over 20 vans.

The cooperative societies would buy vegetable from farmers and sell them to the people through these vans. The effect would be three-pronged: the farmers would get the right prices (unlike what they get from middlemen), the people would be able to buy fresh vegetables at affordable prices and the menace of middlemen would be resolved.

Each van costs Rs 4 lakh. The cooperative societies would pay RS 3 lakh and the State Government would give a subsidy of Rs 1 lakh.

The government has also decided to give a refrigerator to each of the cooperative societies which get the vans in order to keep vegetables fresh.

Source: Bartaman

 

রাজ্য সরকার নিয়ে এল সুফলা ভ্যান

রাজ্য সরকার নিয়ে এল সুফলা ভ্যান। এই ভ্যানের উদ্দেশ্য হল, সমবায় সমিতির শাক সবজি ন্যায্য দামে ক্রেতাদের হাতে তুলে দেওয়া। চুঁচুড়ার গোর্খা ময়দানে সুফলা সভামঞ্চ থেকে জেলার ২০টি সমবায় সমিতির ম্যানেজারের হাতে একটি করে সুফলা মোবাইল ভ্যানের চাবি তুলে দেওয়া হয়।

সুফলা ভ্যান পাওয়া সমবায়গুলি এলাকার চাষিদের থেকে সব্জি কিনে ঘুরে ঘুরে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। ফলে একদিকে চাষিরা যেমন নায্যমূল্য পাবেন, তেমনই সাধারণ মানুষও অপেক্ষাকৃত কম দামে টাটকা সব্জি পাবেন।

এদিন যে ভ্যানগুলি সমবায়গুলির হাতে তুলে দেওয়া হয়েছে, তার প্রতিটির মূল্য চার লক্ষ টাকা। যার মধ্যে তিন লক্ষ টাকা সমবায় দেবে। বাকি এক লক্ষ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেবে। পাশাপাশি পচনশীল সব্জি সংরক্ষণের জন্য সমবায়গুলিকে একটি করে রেফ্রিজারেটারও দেবে সরকার।