Latest News

December 21, 2017

Bengal CM holds meet to ensure smooth sailing for BGBS 2018

Bengal CM holds meet to ensure smooth sailing for BGBS 2018

Bengal Chief Minister Mamata Banerjee held a high-level meeting on Wednesday in the state secretariat to ensure that the Bengal Global Business Summit (BGBS) 2018 takes place in a much better way in its new venue, which is Biswa Bangla Convention Centre in New Town. BGBS 2018 is going to be held on January 16 and 17.

Top industrialists and delegates from different parts of the world are going to be present at the summit. Businessmen and entrepreneurs from across the country will also turn up to be a part of it. In the past years, BGBS has taken place at Milan Mela ground.

Chief Minister Mamata Banerjee had planned the setting-up of the international-level convention centre in New Town and it has come up as eastern India’s biggest convention centre with the main auditorium having a seating capacity of around 3,200, which is the highest in the country. The convention centre was inaugurated by the Chief Minister in October. Apart from exhibition halls, banquets and restaurants, there is also 112-bed accommodation in the convention centre.

The Bengal Chief Minister has directed to make proper arrangement for the accommodation of delegates to be present in BGBS, in the meeting held on Wednesday. This year, the accommodation of the delegates will be at the convention centre itself. So, they do not have to travel even a few kilometers to reach the venue. Despite that, concerned officials have been directed to ensure that accommodation in the hotels in the vicinity should also be kept available as it may be needed at that time for the delegates. Senior ministers including the state Commerce and Industry Minister Dr Amit Mitra, state Urban Development and Municipal Affairs Minister Firhad Hakim, Mayor and minister of the state Fire and Emergency Services department Sovan Chatterjee and minister of state for Information and Cultural Affairs department Indranil Sen were present in the meeting.

The Chief Minister has directed all concerned ministers and officials to ensure a foolproof arrangement for the delegates. The senior officials will be visiting the venue and a proper plan of action will be prepared to organise BGBS with proper coordination.

 

তিন হাজার শিল্পপতি এবার বাণিজ্য সম্মেলনে

দেশী বিদেশী শিল্পপতি ও বিনিয়োগকারীদের রেকর্ড ভিড়ে এবার আলাদা মাত্রা পেতে চলেছে ২০১৮ সালের ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার প্রায় সাড়ে তিন হাজার প্রতিনিধি যোগ দেবেন এই সম্মেলনে। এর মধ্যে বিদেশী শিল্পপতি প্রায় চারশো। নামী শিল্পপতিদের ভিড়ে যেমন লক্ষ্মীনিবাস মিত্তল থেকে মুকেশ আম্বানি বা সজ্জন জিন্দাল থাকছেন, তেমনই ব্রিটেন, ইটালি, সিঙ্গাপুর, জার্মানি, চীন-জাপান ও এশিয়ার সব দেশেরই সফল শিল্পদ্যোগীরা আছেন।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়েই মিত্তল সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। আসবেন লন্ডন চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা, মুম্বইয়ের নামী শিল্পপতিদের সংগঠন ওয়াইটিও। সব মিলিয়ে চাঁদের হাট বসবে নিউটাউনে নবনির্মিত বিশ্ব বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।

১৫ জানুয়ারি রাতে ইকো পার্কে রাজ্য সরকার নৈশ্য ভোজের আয়োজনও করা হয়েছে। প্রায় সমস্ত এশীয় দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অত্যাধুনিক কনভেনশন সেন্টারে থাকার ব্যবস্থাও আছে। এই সব আয়োজনের পাশাপাশি ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।