Lok Sabha

December 13, 2022

Abu Taher Khan raised during Zero Hour the urgent need for the BSF to repair fences on the international border in Bengal

Abu Taher Khan raised during Zero Hour the urgent need for the BSF to repair fences on the international border in Bengal

ধন্যবাদ স্যার।

মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার নির্বাচনী এলাকা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের, এবং বিএডিপির যে এলাকা পড়ে, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করে, সেই উন্নয়নের কাজ দীর্ঘদিন – বছর, কোনোরকম কোনো ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, এবং সেই এলাকার রাস্তাঘাট অত্যন্ত খারাপ। দীর্ঘ তিন বছর যাবৎ, বিএডিপি এলাকার যেহেতু প্রজেক্টের কোনো কাজ হয়নি, তাই সেই এলাকায় যাতায়াতের জন্য বিএসএফের এবং সাধারণ মানুষের যাতায়াতের কোনো রাস্তাঘাট হয়নি। স্যার, দুর্ভাগ্য যে দীর্ঘ তিন বছর যাবৎ কোনো ফান্ড নেই, অথচ মালদা-মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়, নদীয়া, একটার পর একটা গ্রাম ভেঙে যাচ্ছে। এবং সেখানে যে বিএসএফের বেড়া দেওয়া আছে, তারকাঁটা দেওয়া আছে, সেগুলো দিনের পর দিন ভেঙে যাচ্ছে, এবং সেই কাজগুলো কিছুতেই হচ্ছেনা।

প্রক্রান্তরে, স্যার এক মিনিট, প্রক্রান্তরে বিএসএফ পাঁচ কিলোমিটারের জায়গায় পঞ্চাশ কিলোমিটার এলাকা করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য যে পাঁচ কিলোমিটার….