এপ্রিল ১৬, ২০২০
৯০ শতাংশ মানুষ বিনামূল্যে রেশন পেয়ে গেছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে মুখ্যসচিবের সঙ্গে করোনা সংক্রমণ নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন নির্দেশ দেন বিভিন্ন দপ্তরকে। কিছু সতর্কতামূলক বার্তাও দেন রাজ্যবাসীকে।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
খাদ্যশস্য বণ্টনের সমস্যার জন্য নতুন খাদ্য সচিব নিযুক্ত করা হয়েছে আজ থেকে
কিছু অভিযোগ এসছে যে কিছু মানুষ তাদের জন্য বরাদ্দের অর্ধেক পাচ্ছেন। এই নিয়ে তদন্ত চলছে
৯০ শতাংশ মানুষ বিনামূল্যে রেশন পেয়ে গেছেন, বাকিদের দেওয়ার প্রক্রিয়া চলছে
মিষ্টির দোকান সকাল ৮টা থেকে বিকেল ৪তে পর্যন্ত খোলা থাকবে
মুখ্যসচিবঃ-
এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১৪৪, এর মধ্যে ২৪জন নতুন আক্রান্ত
আরও তিনজন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ১০
নজন আক্রান্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন
গত ২৪ ঘণ্টায় ৩৮১১ জনকে পরীক্ষা করা হয়েছে
রাজ্যের খুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ৯৯ শতাংশ জন্ত্রের জোগান দিতে সক্ষম
৩.৪৭ লক্ষ পিপিই বণ্টন কড়া হয়েছে
২.২৩ লক্ষ এন৯৫ মাস্ক দেওয়া হয়েছে
৬.৯৫ লক্ষ গ্লাভস দেওয়া হয়েছে
৫ হাজার থার্মাল গান দেওয়া হয়েছে
৩৯১৫ জন সরকারি কোয়ারেন্টাইনে আছে, ৩৬৯৮২ জন হোম কোয়ারেন্টাইনে আছে
মন্ত্রীসভার সিদ্ধান্তঃ-
সম্পত্তির হস্তান্তরের নথিভুক্তি অনলাইনে করা যাবে ই-রেজিস্ট্রেশন করে। লকডাউন উঠলে বায়োমেট্রিক জমা করে কাগজ সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশনের ফি ২০ শতাংশ কমানো হয়েছে