সাম্প্রতিক খবর

মে ২৫, ২০২১

বাড়িতে থাকুন, সতর্ক থাকুন: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী

বাড়িতে থাকুন, সতর্ক থাকুন: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে আরও তথ্য নিয়ে সন্ধে ৬টার সময় নবান্নে সাংবাদিক বৈঠক করবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের রাত নবান্নেই থাকবেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

চুঁচুড়া ও হালিশহরে দেড় মিনিটের একটি টর্নেডোর মত ঘটনা ঘটেছে। ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাণ্ডুয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গিয়েছেন।

প্রার্থনা করছি বেশি ক্ষতি যাতে না হয়

সাম্প্রতিক একটি তথ্যে আমরা জেনেছি, পারাদ্বীপ এবং সাগরেও আছড়ে পড়তে পারে ইয়াস

১১ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সাবধানে থাকুন

বুধবার দুপুর পর্যন্ত বাড়িতেই থাকুন, সতর্ক থাকুন

আমরা চাই মানুষ ভালো থাকুক, তাই সকলকে সতর্ক করছি, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হচ্ছে ততক্ষণ বাড়িতে থাকা ভালো। নিরাপদে থাকুন

আতঙ্কিত হবেন না, আমরা টাইম টু টাইম আপডেট রাখছি

আমাদের কর্মীরা কাজ করছে, আমরা পুরোটা মনিটরিং করছি