জুন ৭, ২০২১
প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের জন্য অনেকগুলো প্রাণ চলে গেলঃ মুখ্যমন্ত্রী

বাংলার চাপেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮ বছরের বেশি বয়সিদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি টুইটারে মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের জন্য অনেকগুলো প্রাণ চলে গেল।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী ২১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের জন্য রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র।
এরপর টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গত ২১ ফেব্রুয়ারি এবং তার পরেও একাধিক বার আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধারাবাহিক ভাবে বিনামূল্যে টিকা সরবরাহের দাবি জানিয়েছিলাম। ৪ মাস কেটে গেলেও অনেক চাপের পর শেষ পর্যন্ত তিনি আমাদের কথা শুনেছেন। আমরা যা দাবি করেছিলাম, তা কার্যকর করেছেন।’
দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন, ‘এই অতিমারি শুরুর পর থেকেই ভারতের জনগণের জীবনকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন ছিল। দুর্ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের মূল্য হিসেবে অনেককে জীবন দিতে হয়েছে। আশা করব এ বার প্রচার নয়, টিকাকরণের লক্ষ্য হবে জনস্বার্থ।’
Back in Feb '21 & multiple times thereafter, I'd written to the PM stating our long standing demand to provide vaccines to ALL for FREE.
Took him 4 months but after much pressure, he has FINALLY listened to us & implemented what we've been asking all this while. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 7, 2021