অক্টোবর ২৯, ২০২১
তৃণমূল কখনও আপস করে না, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনদিনের সফরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। নাফিসা আলি ও মৃণালিনী দেশপ্রভু ও খ্যাতনামা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে দেন তিনি ৷
ওনার বক্তব্যের বিশেষ কিছু অংশ:
তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি
আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে এসেছিলাম
গোয়াতে নতুন সকাল আনতে হবে
আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি
আমিও গোয়ার সন্তান
আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি
তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়
তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে দারিদ্র্য কমেছে ৪০ শতাংশ’
গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে
আপনারা আমাদের বিশ্বাস করলে, লড়তে আমরা তৈরি
গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর
কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না