অক্টোবর ৩০, ২০২১
গোয়া থেকেই বিজেপি-র শেষের শুরু হবে: মমতা বন্দ্যোপাধ্যায় - 30th oct

তিন দিনের গোয়া সফরের শেষ দিন ডোনা পওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওনার বক্তব্যের বিশেষ কিছু অংশ:
যে কংগ্রেস তাঁর বিরুদ্ধে লড়াই করতে ছাড়ে না, তাঁদের সঙ্গে কী করে জোট সম্ভব?
কংগ্রেস যে ভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপি-র
আমিও চাই না গোয়ায় ভোট ভাগাভাগি হোক
সবচেয়ে বড় কথা হল পরিবার। সেটা তৈরি হয়ে গিয়েছে। এর পর আরও লোকজন আসবেন। কারা কারা আসছেন সেটা দেখে কমিটি গড়া হবে
গোয়া থেকেই বিজেপি-র শেষের শুরু হবে। গোয়ার মানুষের বঞ্চনার শেষ হবে
গোয়ায় কী নেই! শুধু রয়েছে সঠিক নেতৃত্বের অভাব। তৃণমূল ভূমিপুত্রকে দিয়েই সেই অভাব দূর করবে
দেশের জন্য বিজেপি চিন্তিত নয়। কৃষকরা প্রায় এক বছর ধরে রাস্তায় বসে আছে। কিন্তু কেন্দ্রের সরকারের তা নিয়ে কোনও মাথাব্যথাই নেই! পেট্রল, ডিজেলের দাম কত হয়েছে? দাম কমাতে কী করেছে মোদী সরকার?
বিজেপি যদি সত্যিই দেশের কথা ভাবত, তা হলে আজ বেকারত্বের হার আকাশ ছুঁত না
আমি সাধারণ মানুষই থাকতে চাই। আমি এলআইপি, ‘লেস ইমপর্ট্যান্ট পার্সন’