March 16, 2021
বিজেপি মুখে বলি হরি হরি, আর কাজের সময় করি চুরি: ছাতনায় মমতা বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনায় আজ দ্বিতীয় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার বক্তব্যের কিছু বিষয়:
আমার পায়ের সবথেকে মোটা হাড়ে আঘাত, তাই কষ্ট করে আসতে হচ্ছে। আমি আঘাতকে জয় করতে করতে এই জায়গায় দাঁড়িয়ে। আমি আঘাতের কাছে হারবো না. আমি এই কষ্ট করছি বাংলা রক্ষা করার জন্য
এটা দিল্লির ভোট নয়, আমরা থাকব কি না, সেজন্য ভোট। বহিরাগতদের ভোট দেওয়া যাবে না। এটা বাংলার ভোট। আপনারা আমাকে ২ বার দায়িত্ব দিয়েছেন, আমরা অনেক কাজ করেছি
শুভাশিস বটব্যাল প্রথম বাঁকুড়ায় পেঁয়াজ চাষ করেছে। আগামী দিনে বাংলার জন্য পেঁয়াজ আর নাসিক থেকে আনব না, এখানেই চাষ হবে
বাঁকুড়া আমার খুব প্রিয়, এখনকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো
শুশুনিয়া পাহাড়ে ইকো ট্যুরিজম হচ্ছে। হোম ট্যুরিজম কে আমরা গুরুত্ব দিচ্ছি
অনেক শ্রমিক বাইরে গেছে কাজ করতে, অনেক ছেলেমেয়ে পড়াশোনার জন্য রাজস্থান গেছিলো, কোভিডের সময় বাস পাঠিয়ে রাজস্থান থেকে বাইরে থেকে ফিরিয়ে এনেছিলাম। একটা টাকাও একটা ভাড়াও বিজেপি দেয়নি, আমি ৩০০ ট্রেন ভাড়া করে ওদের ফিরিয়ে এনেছিলাম
রাজ্যের সবাই যাতে ভ্যাকসিন পায় তাই আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, বলেছি খরচ রাজ্য দেবে কিন্তু উনি এখন ও অনুমতি দেননি
বিজেপি দাঙ্গা লাগায়, লুঠ করে গুন্ডামি করে, টাকার ভান্ডার নিয়ে ঘুরে বেড়ায় মানুষের টাকা লুঠ করেছে নোটবন্দিতে। হাজার হাজার কোটি টাকার হিসেব নেই। নির্বাচনের সময়ে ৫০০, ৫০০০ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, এটা জনগণের টাকা বিজেপির নয়
বিজেপি ধর্মের নামে মিথ্যে কথা বলে, মুখে বলি হরি হরি, আর কাজে করি চুরি
বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার, বিহারে দলিতদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার। নরেন্দ্র মোদি সরকার কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে। আমি বাংলার কৃষকদের আধিকার কেড়ে নিতে দেব না
আগামী মে মাসের পর বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে যাবে
৪০০টাকার গ্যাস এখন ৮০০ টাকায় কিনতে হয়। উজ্বলা এখন কোরাপশন এ ছেয়ে গেছে
বাঁকুড়ায় এসে ভাত খাচ্ছে লোকের বাড়িতে অথচ ফাইভ স্টার হোটেলের খাবার এনে খায়. আমার বাড়িতে আদিবাসী মেয়েরাই থাকে। ওদের জন্যই আমি খেতে পারি, আমার সেবা করে তারা
আমাকে যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, তখন একটি ছেলে নিজের হাতে গুলি খেয়ে আমায় বাঁচিয়ে দেয়। ছেলেটি একটি মুসলিম ছেলে। আমরা সমস্ত ধর্ম-কর্মের-সম্প্রদায়ের মানুষকে ভালোবাসি। শরীরের একটি অঙ্গ বাদ গেলে কষ্ট হয়। তেমনই সবাই মিলে একসঙ্গে থাকতে হবে
রেল, ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, বিএসএনএল বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। জীবন বিমার ৭৫ শতাংশ বিক্রি করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কে টাকা রেখে ফিরে পাওয়ার নিশ্চয়তা নেই
পঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষকরা মাসের পর মাসে বসে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই বিজেপি-র। অথচ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চেষ্টা করছে। কাল তো ওদের সভাতেও লোক হয়নি। সিবিআই লেলিয়ে দিচ্ছে
সারাক্ষণ একে মার, ওকে গ্রেফতার করে বেড়াচ্ছে। এর বাড়িতে আয়কর হানা। ওর বাড়িতে সিবিআই পাঠিয়ে দাও। নির্বাচন চলছে। এখন এ সব হওয়া উচিত? এমনকি আমার হোম সেক্রেটারিকে পর্যন্ত নোটিস পাঠিয়েছে।
নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। নির্বাচন কমিশন কে চালাচ্ছে? অমিত শাহ বাবু আপনি চালাচ্ছেন না তো? আমার প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক। কিন্তু অমিত শাহ কে?তিনি নির্বাচন কমিশনকে গাইড করার কে?কমিশনের কাজে উনি হস্তক্ষেপ করছেন
বাংলা কোন বহিরাগত গুন্ডার হাতে যাবে না, সাংবাদিকদের নির্দেশ দিয়ে রেখেছে যা োর বলবে তাই দেখতে হবে
মোদী বাবু নিজের নামে স্টেডিয়াম ও রাস্তা করছে কোনদিন দেশটাও নিজের নাম করবে
যখন কেউ প্রতিবাদ করতে পারে না তখন বাংলা প্রতিবাদ করে
সিপিএম থেকে আসা কিছু গুন্ডা আমাদের দলেও ছিল। কিছু মিরজাফর, বিশ্বাসঘাতক ছিল। তাড়ানোর আগেই চলে গিয়েছে। বেঁচে গিয়েছি আমি। তৃণমূল এখন মানুষের দল। মনে রাখবেন বিজেপি-র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা লোকও যদি না থাকে দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন
ভারতে একটাও প্রতিবাদ করার লোক না থাকলেও আমি প্রতিবাদ করে যাব। সারা ভারত প্রতিবাদ না করলেও বাংলা করবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাকিয়ে বাংলার মানুষ। সবার আগে আপনারা ভোট দেবেন