Latest News

January 28, 2021

বিজেপির হিন্দি ‘প্রীতি’ আসলে ভাঁওতা: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির হিন্দি ‘প্রীতি’ আসলে ভাঁওতা: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন প্রত্যেকের পাশে থাকার। সেই সঙ্গে তুলোধনা করলেন বিজেপি নেতাদের।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

বিজেপির হিন্দি ‘প্রীতি’ আসলে ভাঁওতা। ওরা আমাকে কী হিন্দি শেখাবে। আমি কান ধরে ওদের হিন্দি শেখাব। বাংলার মতোই হিন্দি ভাষা শেখার অধিকার আমার আছে

বিহারে কি (ছটপুজোয়) ছুটি দেওয়া হয়? ছটপুজোয় আমি দু’দিন ছুটি দিই। কে আমায় বলেছেন? কেউ বলেননি। আমি নিজে থেকেই করেছি। হিন্দিভাষীদের জন্য আমরা বিশ্ববিদ্যালয় করছি। কেন করছি? হিন্দি, গুরুমুখী, কুর্মি, উর্দু, নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি

উনি তো টেলিপ্রম্পটার দেখে বক্তব্য রাখেন। গুজরাটি ছাড়া কিছুই জানেন না। আমায় বলুন, আমি হিন্দি পুরো পড়ে দেব (হাতে কাগজ নিয়ে)। আমিও তো পাঁচ বছর হিন্দি পড়েছি

বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে। হিন্দু-মুসলিমের পর এখন বাঙালি-অবাঙালি করছে

আজ আপনাদের দায়িত্ব আরও বেশি। আমি চাই যে বাংলায় বাঙালির থেকেও বেশি ভোট আপনারা দিন। আগামিদিনে আমরাও দেখিয়ে দেবে যে আমরা কী করতে পারি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এখন বাংলায় এসে মিটিং করছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না। যান ঝাড়খণ্ডের কাজ করুন

কেন্দ্রে ২জন আছেন, ওদের মতো মন্ত্রী আমি দেখিনি। পরিকল্পনামাফিক কৃষকদের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন। এটা মানব না

আসন্ন নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতব। হিন্দিভাষী মানুষদের পাশে থাকব

আমি ঘরের মেয়ে হয়েই থাকবো আপনাদের সঙ্গে