Latest News

April 23, 2024

ওরা সবার অধিকার কেড়ে নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

ওরা সবার অধিকার কেড়ে নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম লোকসভার হাঁসনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সমর্থনে হাঁসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা | ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ

সিএএ, এনআরসির খেলা চলছে। ওরা সবার অধিকার কেড়ে নেবে।

ভয় দেখানোর খেলা চলছে। ইউনিফর্ম, সিভিল কোড চালু করে অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি করলে সাত খুন মাফ।

বিজেপি আজ সিপিএম-কংগ্রেসের হাত ধরেছে। বিজেপি চায় সংখ্যালঘু ভোট সিপিএম, কংগ্রেস পাক, যাতে তৃণমূল হারে।

‘বলছে বাংলায় মহিলাদের অসম্মান, উত্তরপ্রদেশে কী হচ্ছে?

৩ বছর ১০০ দিনের কাজের টাকা দেয়নি বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়েছে। কোভিডের সময় বিনামূল্যে র‍্যাশন দিয়েছিল, তারপর বন্ধ। ভোটের সময় আবার র‍্যাশন দিতে শুরু করেছে।

অভিষেকের বাড়ি রেকি করেছে, গুলি করে পালিয়ে যেত। যদি ভোটে জিতবেই তাহলে এত ভয় দেখানোর কী ছিল?