Latest News

December 27, 2017

Bengal Govt to cultivate plants for using natural colours for Tantuja products

Bengal Govt to cultivate plants for using natural colours for Tantuja products

To use natural colours for the sarees its manufactures, Tantuja has planned on cultivating indigo (neel), flame-of-the-forest (palash), Indian gooseberry (amlaki), myrobalan (haritaki), belerica (boira), etc.

Natural colours have the advantage of being environment-friendly and are mostly the type of colour used originally. Now Tantuja wants to bring back that tradition.

Another reason is that many countries where Tantuja products are in demand, specially those in Europe, have been enforcing strict guidelines on the types of colours which can be used on products they import because certain artificial colours are harmful to the skin.

A haat (a type of marketing hub) is being set up for handloom cloth makers at Dhatrigram in Kalna-1 block in Purba Bardhaman district, which has been named ‘Tantsree’ by none other than Mamata Banerjee. For a start, the plants for extracting colours would be cultivated on a 2 bigha-plot adjacent to this hub.

Following Chief Minister Mamata Banerjee’s special instructions, the brand of Tantuja has been revived. During the 2016-17 fiscal, Tantuja had conducted trade in textile products, including sarees, worth more than Rs 150 crore, and had made a profit of Rs 6.19 crore. Tantuja comes under the Micro, Small and Medium Enterprises and Textiles Department.

The department has also been helping the small-time handloom cloth makers, from whom Tantuja sources its goods, by establishing hubs where they can get access to better marketing and technical expertise.

ঔষধি গাছের চাষে উদ্যোগী তন্তুজ

পোশাকে ভেষজ রঙের ছোঁয়া দিতে তন্তুজ এবার নীল, পলাশ, আমলকি, হরীতকী, বয়ড়ার মতো ভেষজ উদ্ভিদের চাষ করবে৷ এই সব গাছের পাতা, ফুল, ফল ও ছাল থেকে নানা ধরনের প্রাকৃতিক রং তৈরী করাই এর উদ্দেশ্য৷ পিংলার পটচিত্র সহ কোথাও কোথাও পোশাকে বিক্ষিন্ত ভাবে প্রাকৃতিক রং চালু করা হয়৷ কিন্তু পোশাকের ক্ষেত্রে সংগঠিত ভাবে এর ব্যবহার নেই৷ রাসায়নিক রঙের ব্যবহারই বেশি৷ অথচ পরিবেশ দূষণের মোকাবিলায় প্রাকৃতিক রং ব্যবহূত সুতি বস্ত্রের কদর বাড়ছে৷

পোশাকে জৈব রং ব্যবহার করতে পারলে বিদেশের বাজারে কদর বাড়বে বলে মনে করা হচ্ছে৷ গত বছরই তন্তুজের বাণিজ্য ১৫০ কোটি ছাড়িয়ে যায়, লাভ হয় ৬ কোটি ১৯ লক্ষ টাকা৷ শাড়ি ও পোশাকে নিত্য নতুন ডিজাইন আনায় বাজার এ বছর আরও বাড়বে বলে মনে করছেন তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর৷ পাশাপাশি ভেষজ রং ব্যবহারে তাদের জিনিসপত্র আরও আকর্ষক হয়ে উঠবে বলে আশা তন্তুজ–কর্তাদের৷

বিশেষজ্ঞেরা বলেন, নীল চাষ বন্ধ হয়ে গেলেও নীল গাছ এখনও হারিয়ে যায়নি৷ যা থেকে নীল রং উৎপাদন করা যায়৷ পলাশ ও জবা ফুল থেকে লাল, শিউলি ফুল থেকে হলুদ, কালো কুল, পুঁই শাকের বীজ থেকে বেগুনি, এমনই নানা গাছের পাতা, ছাল থেকে বিভিন্ন রং উৎপাদন করা যায়৷ তন্তুজকে সামনে রেখে পরীক্ষামূলক ভাবে এই কাজে উদ্যোগী ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দপ্তর৷

তন্তুজের চেয়ারম্যান তথা ওই দপ্তরের মন্ত্রীর কথায়, ‘বর্ধমানে কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রামে সুতো থেকে তাঁতের কাপড়ের হাট তৈরী হচ্ছে৷ খরচ হবে ১০ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাটের নাম দিয়েছেন ‘তাঁতশ্রী’৷

এরই লাগোয়া ২ বিঘা জমিতে আপাতত তন্তুজ প্রাকৃতিক রং তৈরির জন্য নানা ধরনের গাছ লাগাবে৷ তার মধ্যে থাকবে আমলকি, হরীতকীর মতো ঔষধি গাছও৷ যার পাতা, ছাল , ফুল ব্যবহার করা হবে রং উৎপাদনের জন্য৷ এ নিয়ে বিষেজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে৷ সুতো রং করার জন্য তন্তুজের উৎপন্ন রং বিক্রি করা হবে৷ সেই সুতোয় তৈরী কাপড় তাঁতিদের থেকে তন্তুজ সরাসরি কিনে নেবে বলে জানা গেছে৷

Source: Ei Samay