Bengal Govt launches ‘Yatrik’ app for booking yellow cabs

The Bengal Transport department has introduced the ‘Yatrik’ mobile phone app to help in the easy booking of traditional meter taxis in Kolkata. The app has been developed by the Bengal Chamber of Commerce and Industry (BCCI).

One needs to get registered after downloading the app. Once logged in, the person can type a location to get a taxi. The user will get an SMS containing the taxi number and driver’s details. The payment will be made as per the reading on the meter.

Both yellow and blue-and-white taxis can be hailed through the app. The service has been initiated with 300 taxis. Gradually, all taxis would be made available through the app.

Introduction of the app will immensely support the drivers as it will help them in getting a good business. It will also be beneficial to commuters as there will be no taxi refusal problems.

You can click here to download the app from Google Play store. https://play.google.com/store/apps/details?id=com.techl33t.yatrik&hl=en

 

ট্যাক্সি বুকিংএ এল ‘যাত্রিক’ অ্যাপ

কলকাতার চিরাচরিত হলুদ ট্যাক্সি বা হালফিলের নীল-সাদা ট্যাক্সিকে অনলাইনে বুক করার সুবিধা করে দিল রাজ্য পরিবহণ দপ্তর। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় একটি মোবাইল অ্যাপটি তৈরী করা হয়েছে। এই অ্যাপটির নাম ‘যাত্রিক’।

এই অ্যাপটির উদ্বোধন করে পরিবহণমন্ত্রী বলেন, “ট্যাক্সি সাধারণ মানুষের জন্য খুবই দরকারি। আজকের দিনে অ্যাপ নির্ভর ট্যাক্সির প্রচলন হওয়ার ফলে এই ট্যাক্সিরও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন। আজকের এই অ্যাপটির ফলে ড্রাইভার ও পরিষেবা প্রদানকারীরা উপকৃত হবেন।”

এই অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীকে রেজিস্টার করতে হবে। লগ ইন করতে ব্যবহারকারীকে নিজের অনেক তথ্য দিতে হবে। একবার লগ ইন হয়ে গেলে, ব্যবহারকারী নিজের জায়গায় ট্যাক্সি খুঁজে নিতে পারবেন।

আপাতত এই অ্যাপের আওতায় আছে নীল-সাদা ও হলুদ ট্যাক্সি মিলিয়ে মোট ৩০০ ট্যাক্সি। এর পর আরও ট্যাক্সিকে এই অ্যাপের আওতায় আনা হবে। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে ট্যাক্সি, তাঁর পর গন্তব্যে পৌঁছে মিটার অনুযায়ী ভাড়া মিটিয়ে দিলেই হবে ও এর ফলে ট্যাক্সি ড্রাইভারদের রিফিউস করাও কমবে।

Source: Millennium Post

 

Country is still searching for ‘Acche Din’: Dr Amit Mitra

Bengal’s Finance and Industry Minister Dr Amit Mitra, addressing the annual general meeting of Bengal Chamber of Commerce and Industry (BCCI) on September 12, said that the country is still searching for ‘Acche Din’ that was promised by the Prime Minister.

He buttressed his statement by presenting statistics about the fall in gross domestic product (GDP), gross value added (GVA), bank credit growth and other parameters at the national level during the financial year 2016-17.

Attributing demonetisation as one of the main causes for the decline in different growth parameters, Dr Mitra said that the GDP growth has declined from 8 per cent in the fourth quarter of 2015-16 to 7.1 per cent in 2016-17. The GVA has also fallen from 8.7 per cent in 2015-16 to 5.6 per cent in 2016-17.

The bank credit growth has been the lowest in the last 20 years, which is a clear indication that small traders have bore the brunt of demonetisation. From 10.3 per cent in the 2015-16 fiscal, the parameter has abruptly declined to 1.7 per cent in 2016-17.

The non-performing assets (NPAs) of public sector banks have also risen to a disturbing level during the 2016-17 fiscal. During 2015-16, NPA was 5.17 per cent, while during 2016-17 it rose to 11.97 per cent.

The figure for farmers’ suicide rose from 11,772 in 2013 to 12,602 in 2016.

The minister said that economists have predicted that the GDP in the next fiscal, that is, 2017-18, will fall further and will be in the range of 6.8 to 7.3 per cent.

 

দেশের মানুষ এখনও “আচ্ছে দিন”-এর খোঁজ করছে: অমিত মিত্র

মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র বলেন, দেশের মানুষ এখনও প্রধানমন্ত্রীর বর্ণনা করা “আচ্ছে দিন”-এর খোঁজ করছে। তিনি ২০১৬-১৭ সালের দেশের জিডিপি, জিভিএ, ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ও অন্যান্য তথ্য দিয়ে বলেন দেশের অর্থনীতি নিম্নমুখী।

অর্থনীতির এই হালের জন্য তিনি নোটবাতিলের সিদ্ধান্তকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ২০১৫-১৬ সালের চতুর্থ কোয়ার্টারের জিডিপি গ্রোথ ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭তে কমে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। ২০১৫-১৬ সালে জিভিএ গ্রোথ ছিল ৮.৭ শতাংশ যা ২০১৬-১৭ তে কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশে।

“ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০ বছরের সর্বনিম্ন স্থানে এসে পৌঁছেছে। ছোট ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩ শতাংশ যা ২০১৬-১৭তে ১.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে” মন্ত্রী বলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এনপিএ বেড়েছে অত্যাধিক হারে, যা ২০১৫-১৬সালে ছিল ৫.১৭ শতাংশ তা ১৬-১৭ তে বেড়ে হয়েছে ১১.৯৭ শতাংশ।

কৃষক আত্মহত্যার সংখ্যা ২০১৩ তে ছিল ১১৭৭২ টি যা ২০১৬ সালে বেড়ে হয়েছে ১২৬০২টি।

অমিত মিত্র বলেন, ২০১৭-১৮ সালে জিডিপি গ্রোথ কমে ৬.৮ থেকে ৭.৩ এর মধ্যে থাকবে। তিনি রিজার্ভ ব্যাঙ্কের পূর্ব গভর্নরকে উদ্ধৃত করে বলেন, এই সাময়িক ক্ষতিগুলো এত বিশাল আকার ধারন করেছে যে ভবিষ্যতের লাভ গুলো ঢাকা পরে যেতে পারে।

Source: Millennium Post

Bengal Govt encouraging use of lead-free paints for painting idols

The State Government has started encouraging the use of lead-free paints for painting idols. The move has been made to save the aquatic animals in the river Hooghly and other water bodies, which get negatively affected when idols are immersed and the paints get mixed up with water.

This initiative has been taken up across Bengal. The active push by the government during this time is meant to coincide with the time when the idols to be used for Durga Puja are painted.

The State Environment Department has started distributing lead-free paints among the artisans of Kumartuli in Kolkata. All the artisans of Kumartuli will be ultimately given the new colours.

According to the Environment Minister, who distributed the first batch of these environment-friendly paints, the lead-free colours are as bright as any other colour and so the Durga idols that will be painted with these will be as bright. To convince artisans about this fact, the department has also carried out sustained campaigns.

The minister said that several steps have already been taken to make Ganga pollution-free to save the aquatic animals and that similar steps will be taken to ensure that waterbodies in the districts are saved.

 

সীসা রঙের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ভাবনা রাজ্য সরকারের

সীসাযুক্ত রঙের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনার জন্য চিন্তাভাবনা শুরু করল পরিবেশ দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যানকেও উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রতিমা তৈরির জন্য যে সীসা মুক্ত রঙের ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে যেমন সচেতনতা গড়ে তোলা হচ্ছে তেমনই আগামী ভবিষ্যতে সীসাযুক্ত রঙের ব্যবহার ও তার তৈরির ক্ষেত্রে যাতে নিষেধাজ্ঞা আনা যায় তাঁর পরিকল্পনা করা হবে। শুধু দুর্গাপুজো নয়। বিশ্বকর্মা পুজো, কালীপুজো থেকে জগদ্ধাত্রী পুজো সবেতেই জোর দেওয়া হবে এই সীসাযুক্ত রঙের ব্যবহারে।’

বেশ কয়েক বছর ধরেই সীসামুক্ত রঙের ব্যবহার নিয়ে কাজ করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই মতো মৃৎশিল্পীদের নিয়েও হয়েছে একাধিক শিবির। শুধু কলকাতার নয়, চন্দননগর, শিলিগুড়ি, দুর্গাপুরের শিল্পীদেরও এই রঙের ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানো হবে পুজোর আগে। মূলত গঙ্গা দূষণ রোধে এই উদ্যোগ দেওয়া হয়।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা সীসামুক্ত রঙ্গেও যে সমান উজ্জ্বলতা পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছে। এটা জানাতে কলকাতা থেকে জেলায় জেলায় প্রচারও করা হচ্ছে।

 

Gatidhara: State Govt to empower 8,000 more youths by Dec 31

The Bengal Government has decided to empower 8,000 more youths by December 31, 2017 through its Gatidhara Scheme. Thus many more among the unemployed would find a sustainable source of living.

Through the scheme, the government provides loans on easy instalment basis to enable people to buy cars, small trucks, etc. for commercial use. The State Transport Department, which runs the scheme, has set the deadline of December 31.

Gatidhara Scheme is one of the dream projects of Chief Minister Mamata Banerjee. So far, 15,700 people have benefitted out of it. This includes the 2,000 who received their sanction letters on September 13.

A target has been set to benefit 10,000 unemployed youth through the Gatidhara Scheme during the financial year 2017-18, for which Rs 94 lakh has been sanctioned. This would be the first time since the scheme was launched during the 2015-16 fiscal that 10,000 people would be benefitted.

It may be recalled that during the 2015-16 fiscal, 5,200 people were benefitted, which rose to 8,500 during the 2016-17.

Under the scheme, the State Government gives a financial assistance of Rs 1 lakh to a beneficiary to buy a vehicle. The process of the sanctioning of Rs 1 lakh starts once the road permit is given after an interview at the STA. The beneficiary usually deposits the amount as the initial payment to a bank that provides the rest of the amount as loan for the vehicle that has to be used for commercial purposes.

Moreover, the Transport Department, under the Gatidhara Scheme, has also made it possible to go for online applications to get luxury car permits from the State Transport Authority (STA), making the process of application simpler.

 

গতিধারা প্রকল্পে আরও গাড়ি নামানোর সুযোগ দিচ্ছে রাজ্য

গতিধারা প্রকল্পে বেকার যুবক-যুবতীদের গাড়ি নামানোর আরও বেশী করে সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। আরও ২০০০ বেকার যুবক-যুবতী এই স্কিমে গাড়ি নামানোর অনুমোদনপত্র পেলেন।

পরিবহণমন্ত্রী বলেন, “চেষ্টা চালানো হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে ১০ হাজার বেকার যুবক যুবতীকে এই স্কিমের আওতায় স্বনির্ভর করার। আগে আবেদনকারীদের হাতে চেক দেওয়া হত। কিন্তু, এখন সরাসরি ডিলারদের কাছে আবেদনকারীর নামে টাকা চলে যাচ্ছে। এর ফলে বেকার যুবক-যুবতীরা যেমন স্বনির্ভর হচ্ছেন, তেমনই রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়ছে।”

সম্প্রতি একটি অ্যাপের মাধ্যমে হলুদ ও নীল-সাদা ট্যাক্সি পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে সাধারন ট্যাক্সি। পাশাপাশি টাইগার অ্যাপেও হলুদ ট্যাক্সি বুক করার সুবিধা বৃদ্ধি করা হল। এই অ্যাপ চালু হওয়ার সাধারণ যাত্রীদের হলুদ ট্যাক্সি পেতে অনেক সুবিধা হবে।

Source: Millennium Post

ADB to give Rs 14 crore to KMC for traffic and safety management in city

Satisfied with the all-round development work by the Kolkata Municipal Corporation (KMC) in the city, the Asian Development Bank (ADB) will be providing a grant of Rs 14 crore for traffic and safety management.

Kolkata Mayor expressed optimism that the safety and security aspects in Kolkata would witness a sea change, as the city police will be utilising the funds to bring every nook and corner under CCTV surveillance.

It has been planned that the CCTVs installed in the city will be wi-fi enabled and connected with the central server at the police headquarters in Lalbazar. This will help in curbing untoward incidents and also in enhancing the quality of traffic management in the city.

With the money now available from ADB, the KMC along with Kolkata Police will be able to fast track their project of Security Safety App.

Once implemented, a person within the wi-fi enabled area can directly send videos or stills from a problematic area through this app which can be seen at the control room. This will help us to see the real time situation on our own and we will be able to plan quickly the strength that needs to be deployed in that area. Petty crimes like snatching often take place in the lanes and bylanes of the city. The police will be able to put a leash on such activities if CCTVs are installed in strategic locations.

 

ভালো কাজের ইনাম পেয়ে শহরের নিরাপত্তা ঢেলে সাজাবে পুরসভা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর টাকায় শহরের নিরাপত্তা নতুন করে সাজতে চলেছে, জানালেন মেয়র।

মেয়র বলেন, “এডিবি’র টাকায় শহরের একাধিক কাজ হচ্ছে। সেই কাজ নিয়ে উচ্ছ্বসিত এডিবি প্রতিনিধি দল। তাইতাদের সিটি সেফটি অ্যাপ প্রকল্পের আওতায় কলকাতাকে অনুদান দেওয়ার কথা জানিয়েছে। প্রাথমিক পর্যায়ে দুই মিলিয়ন ডলার(প্রায় ১৪ কোটি) টাকা দেবেন তারা। কলকাতা পুলিশ কমিশনারকে দ্রুত ডিপিআর জমা দেওয়ার জন্য বলেছি। ডিপিআর জমা দিলেইএই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। এতে একদিকে যেমন শহরের নিরাপত্তা সুনিশ্চিত হবে তেমনই ট্রাফিক ম্যানেজমেন্টেরকাজ করা যাবে। একটি অ্যাপও তৈরি করা হবে।”

পুরসভা সূত্রে খবর, সিটি সেফটি এই প্রকল্পের আওতায় শহরের রাজপথ থেকে অলিগলিতে বসানো হবে কয়েক হাজার সিসিটিভি।যার মাধ্যমে শহরের যে কোনও অপরাধের ছবি পৌঁছে যাবে লালবাজার কন্ট্রোল রুমে। একইসঙ্গে শহরের যান নিয়ন্ত্রণও অনেকসহজ হবে পুলিশের পক্ষে।

এডিবি’র টাকায় এবার সেই পরিষেবা যদি শহরে করা যায় তাহলে প্রতিমুহূর্তের ‘ওয়াইফাই এনাবেল’ সিসিটিভি থেকেঅপরাধের ‘লাইভ ফুটেজ’ পৌঁছে যাবে লালবাজারে।

 

State Govt’s ‘fintech hub’ coming up in New Town

A 10-acre plot in New Town has been earmarked by the Housing Infrastructure Development Corporation (HIDCO) as a hub for financial technology (fintech) companies. HIDCO plans to start inviting applications from interested companies for a space in the hub by end-2017.The need to provide space for such

The need to provide space for such fintech companies was felt after the financial technology industry turned out to be a game-changer in the financial and banking sectors.Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in

Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in digital payment, automatic digital banking, share market analytics, insurance predictions and asset management.According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services

According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services centre in the CBD of New Town, on the lines of the ones in Dubai and Singapore. It will be a dedicated zone for investors and foreign nationals, where they will be able to trade and exchange in foreign currency.

 

নিউটাউনে ‘ফিনটেক হাব’ গড়বে হিডকো

ফিনান্সিয়াল টেকনোলজি হাব তৈরির লক্ষ্যে হিডকো একটি ১০ একর জমি চিহ্নিত করেছে নিউটাউনে। এই হাবে জায়গা পেতে ২০১৭’র শেষের দিকে উৎসাহী কোম্পানিগুলি থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

ফিনটেক হল একটি নতুন ইন্ডাস্ট্রি যার অন্তর্গত কোম্পানিগুলি ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক পরিষেবা দিয়ে থাকে। এই কোম্পানিগুলি ডিজিটাল পেমেন্ট, অটোমেটিক ডিজিটাল ব্যাঙ্কিং, শেয়ার মার্কেট অ্যানালিটিক্স, ইন্সিউরেন্স প্রেডিকশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে।

হিডকোর এক আধিকারিকের কথায়, দুবাই ও সিঙ্গাপুরের আদলে নিউ টাউনের প্রাণকেন্দ্রে একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার খুলতে চায় হিডকো কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি বিদেশী ও বিনিয়োগকারীদের জন্য খোলা হবে।

Source: The Times of India

 

Bengal Govt developing Muslin Tourism Circuit

Muslin weavers of Bengal, who were on the brink of extinction, have got a new lease of life, courtesy Chief Minister Mamata Banerjee.

In the latest significant stride to boost the sale and marketing of this lush cotton fabric, the government is developing a Muslin Tourism Circuit (MTC) at three places in the state. The West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) will be organising the tours, with assistance from a private organisation, Society for Kindling Handicrafts and Indigenous Art. In the case of foreign tourists, the Board will also take the assistance of foreign embassies in organising the tours.

The tours will take tourists to the villages of Akalpoush and Sasinara in Bardhaman district and to Berhampore in Mursidabad district to witness the manufacturing of muslin fabric with their own eyes. The village of Baluchar, also in Murshidabad district, which is a hub for silk and baluchari sarees, will also be a part of the circuit. Foreign tourists who would go on tours of Bardhaman and Murshidabad districts will also be taken to these places apart from the conventional tourist destinations.

The project will be formally launched on September 20. According to the chairman of WBKVIB, the MTC will get a big push after Durga Puja ends.

According to a senior official of WBKVIB, another advantage of taking foreigners on the circuit is that, as has been noticed, having a knack for joining hands with weavers in the making of handmade fine fabric, watching the production process on their own will increase their chances of buying the products.

WBKVIB has also created the basic infrastructure of sales outlets, resting rooms, bathroom facilities and restaurants for light tea and snacks at these places for the convenience of both foreign and Indian tourists. The weavers who have lent out their places for setting up these infrastructural facilities will also get a token amount from the Board annually.

From making muslin products available at Biswa Bangla stalls to opening an exclusive outlet named Club Muslin at the Dakshinapan shopping complex to the WBKVIB adopting a scheme for the upliftment of these weavers and taking part in fashion shows, both abroad and here, the Bengal Government has done a lot to revive and popularise this age-old craft.

The Board has also tied up with an NGO that has started selling a wide range of muslin at its outlet at Nazrul Tirtha in New Town, on the outskirts of Kolkata.

 

বাংলার মসলিনকে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য

বাংলার মসলিন কাপড়ের কদর বিশ্বজোড়া। সেই কাপড়কে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য সরকার। এবার তারই উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

একটি বেসরকারি ট্যুর অপারেটর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে, সেই সংস্থা দেশ-বিদেশের অতিথিদের নিয়ে যে প্যাকেজ ট্যুর করায়, তারাই এবার বাংলার মসলিনের ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দেখাবে। যে বস্ত্র দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে, তার উৎপত্তিকে ঘিরে পর্যটকদের উৎসাহ আছে। বিশেষত বিদেশি পর্যটকরা এই বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। তাই সেই কাজটিই এবার পুরোদমে সারতে চায় দপ্তর, জানিয়েছেন খাদি’র কর্তারা।

মসলিন কাপড়কে আরও জনপ্রিয় করতে খাদি পর্ষদ ক্লাব ‘মসলিন’ নামে একটি ব্র্যান্ড তৈরি করেছে, যা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সেই পণ্যকে আরও বেশি প্রচারে আনতেই এই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

কোথায় কোথায় এই ট্যুর করানো হবে সেই তালিকায় যেমন বর্ধমানের অকালপৌষ আছে, তেমনই আছে শশীনাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগরও আছে। মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাকে এই পর্যটনে তুলে ধরা হবে। নবাবি আমলের ঐতিহ্য ও ঘরানার স্বাদ দেওয়ার পাশাপাশি এখানে জিয়াগঞ্জ সংলগ্ন অঞ্চলকে মসলিনের ঘাঁটি হিসাবে সামনে আনা হবে।মুর্শিদাবাদের আরও একটি জায়গা ‘বালুচর’কে মসলিনের পীঠস্থান হিসাবে সামনে আনা হবে।

পুজোর কেনাকাটাকে সামনে রেখে কয়েক দিন আগেই খাদি পর্ষদের তরফে একটি ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয় শহরে। পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য এটি একটি অভিনব প্রয়াস।

Source: Bartaman Patrika

 

Pollution-free buses – New initiative for Kolkata’s public transport

Commuters in the city will soon be able to travel on pollution-free buses. These buses will run, not on diesel or CNG, but on electricity with the help of rechargeable batteries.

Referred to as ‘electric buses’ by the Transport Department, 25 such vehicles will initially ply in the city on a trial basis. It has been decided that for starters, these buses would be recharged at the various tram depots in the city. Their routes would also be fixed from there.

A Department source said that the West Bengal Transport Corporation has experience in operating electric vehicles. Trams, which have been plying in Kolkata for over a century now, are a primary example. Hence, the electric buses would also have their depots in the tram depots, which already have electrical infrastructure.

It may be pointed out that running electric buses is comparatively much cheaper than running fuel-run buses. They are not just pollution-free from exhaust but also from noise, the levels of which are much less compared to conventional buses. Keeping all these advantages in mind, the Department has decided to go ahead with the pilot project. The number of such buses will be increased later.

 

কলকাতায় চালু হবে ইলেকট্রিক বাস

আর কিছু দিনের মধ্যে শহরের যাত্রীরা এবার দুষণহীন বাসে সফর করতে চলেছেন। কারণ বাসগুলো হবে ব্যাটারিচালিত। এ ধরনের বাসে থাকে রিচার্জেবল ব্যাটারি। আর সেই ব্যাটারির বিদ্যুতেই বাস চলে। পরিবহন দপ্তর এটিকেই বলছে ইলেকট্রিক বাস।

প্রথম দফায় ২৫টি বাস পরীক্ষামূলকভাবে চলবে কলকাতায়। এ ধরনের বাস সাধারণ বাস থেকে আলাদা হয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতার ট্রাম ডিপো থেকে এই বাসের রুট তৈরি করা হবে।

দপ্তরের এক সূত্রের বক্তব্য, বিদ্যুৎ চালিত যান চালানোর অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের রয়েছে। বহু বছর ধরেই কলকাতায় চলছে বিদ্যুৎ চালিত ট্রাম। তাই ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরিই রয়েছে। এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া যেতে পারে।

ওই সূত্রের কথায়, এ ধরনের বাস চালানোর খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং এই বাস পরিবেশবান্ধব। এ ধরনের বাস থেকে শব্দও কম হয় এবং খনিজ তেলও লাগে না। সেসব বিবেচনায় এনেই এই বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

পরবর্তীকালে ইলেকট্রিক বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহন মহল সূত্রের খবর।

Source: Sangbad Pratidin 

 

 

Haringhata Meat products can soon be ordered via mobile app

Products from the Bengal Government-owned brand Haringhata Meat, which sells raw, processed and cooked meat, meat products, eggs and other poultry items, can soon be ordered from the comfort of one’s home, courtesy a mobile app being developed under the aegis of the Animal Resources Development Department. The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.

The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in

Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in Kolktata from branded mobile vans, which sell both raw and cooked meat and meat products.

Through the app, initially only raw meat can be ordered. Ready-to-eat stuff would be added to the list of products later on. Products sold under the brand are all sourced from the government farm in Haringhata in Nadia distirct.

হরিণঘাটা মাংস বিক্রির জন্য মোবাইল অ্যাপ চালু করছে দপ্তর

শীঘ্রই প্রানিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা এবার বাড়ি বসেই হরিণঘাটা মিট ব্র্যান্ডের মাংস ও মাংসজাত সব পণ্য পেয়ে যাবেন। এজন্য কোন অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এখন আর হরিণঘাটার চিকেন সসেজ কিংবা টার্কি রোস্ট কিংবা হ্যাম ফিলেট খাতে আর দোকানে ছুটতে হবে না। মোবাইলের মাধ্যমে অর্ডার দিলেই তা হাজির হবে দোরগোড়ায়।

এতদিন একটি ই-কমার্স সংস্থার অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করা যেত। এখন সংস্থা নিজেদের অ্যাপ আনছে। রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই অ্যাপ তৈরি করছে।

আপাতত এই অ্যাপের মাধ্যমে হরিণঘাটা ব্র্যান্ডের কাঁচা পণ্যই পাওয়া যাবে। পড়ে অবশ্য ‘রেডি টু ইট’ পণ্যও অনলাইনে বিক্রি করার উদ্যোগ করা হবে। ইতিমধ্যেই কলকাতা শহরে হরিণঘাটা ব্র্যান্ডের চলমান বিপণী খোলা হয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপ্সহি রান্না করা মাংসও পাওয়া যায়।

Source: Dainik Jugashankha

 

27 more municipalities in Bengal to open Roudra Brishti outlets

In February 2014, the Bengal Government’s West Bengal Essential Commodities Supply Corporation (WBECSC) had started a chain of fair price outlets to promote exclusive products of the state in the agriculture and food sector, called ‘Roudra Brishti’. The first store was opened on Mirza Ghalib Street (Free School Street) in Kolkata.

Plans to open outlets in every district, sub-division and municipal headquarters are gradually coming to fruition. Now, in the latest phase of expansion, 27 municipalities have got a Roudra Brishti outlet each.

The stores have been a big hit among the people – essential commodities like rice, pulses, spices, edible oil, incense sticks, etc. are available at affordable prices. Popular varieties of rice, both normal and aromatic, like Tulaipanji, Chamarmoni, brown rice, Dudheswar, Gobindobhog, Minikit and others are also available.

 

আরো ২৭টি পুরসভায় খুলেছে রৌদ্র বৃষ্টি বিপণন কেন্দ্র

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন এক বিপণি চেন শুরু করে। এই বিপণিগুলিতে রয়েছে খুব ভালো চাল, মশলার সম্ভার। এগুলির নাম “রৌদ্র বৃষ্টি”। প্রথম “রৌদ্র বৃষ্টি” বিপণি কেন্দ্রটি খোলা হয় মির্জা গালিব স্ট্রীটে।

প্রতি জেলায়, মহকুমায় ও পুরসভার হেড অফিসে এই বিপণি খোলার পরিকল্পনা ধিরে ধিরে বাস্তবায়িত হচ্ছে। ২৭টি পুরসভায় খুলেছে রৌদ্র বৃষ্টি বিপণি কেন্দ্র।

নিত্য প্রয়োজনীয় জিনিষ যেমন চাল, ডাল, মশলা, তেল, ধূপ সবই ন্যায্যমুল্যে পাওয়া যায় এখানে। এই সব দ্রব্য সংগ্রহ করতে ৪২টি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য সরকার। ৯টি সংস্থা দেবে তেল, ১৪টি সংস্থা সরবরাহ করবে ডাল। বিভিন্ন ধরনের চাল, সুগন্ধী চাল যেমন তুলাপাঁজি, চামরমণি, বাদামী চাল, দুধেস্বর, গোবিন্দভোগ, মিনিকিট পাওয়া যায় এখানে।

এখানে অনেক নামী সংস্থার দ্রব্য কম দামে পাওয়া যায়, কৃষকরাও পান ন্যায্যমুল্য। যে কোনোও রকম দ্রব্য বাজারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম দামে পাওয়া যায় এখানে।

Source: Ei Samay