1.5 lakh weavers benefitted from State Govt projects

As many as 1.5 lakh weavers have benefitted through the four integrated ‘Tanter Haat’ projects undertaken by the Bangla Government, said the Commerce and Industries Minister Dr Amit Mitra recently in the Assembly. A total of 5.83 crore person-days have also been created. Mamata Banerjee, right after becoming Chief Minister, has taken a leading role in reviving the fortunes of traditional weavers.

The Minister told the House that sales at Tantuja outlets have increased manifold, transforming it into a profitable organisation. Elaborating, he said that while financial year (FY) 2010-11 saw it incur a loss of Rs 12.6 crore, after eight years under the Trinamool Congress Government, in FY 2018-19, it turned a profit of Rs 14.37.

During his speech in the House, the Minister gave information on several other projects of the Government for weavers and other traditional artisans.

Initiatives for weavers:
5.83 crore person-days created
4 Tant Haats set up to help market products, benefitting 1.5 lakh weavers
6,300 Tant Ghars set up
Project in Bishnupur, Bankura, with 1,800 weavers to revive baluchari sarees
23 common service centres set up
1.02 lakh given skills development training
1.08 lakh weavers given pit looms or frame looms
Baluchari and dhanekhali saree showroom on Park Street

Tantuja becomes profitable:
FY 2018-19: Sales worth Rs 252.58 crore, profit of Rs 14.37 crore
Compared to FY 2010-11: Sales worth Rs 55 crore, loss of Rs 12.6 crore

Handloom clusters:
84,564 weavers integrated into 176 handloom clusters
Number of clusters increased by 6 times in 8 years

GI certification:
Food items: Rosogolla, moa of Joynagar, sitabhog and mihidana of Bardhaman
Fruits: Fazli, himsagar and lyangra mangoes
Foodgrains: Tulaipanji and Gobindobhog rice
Crafts: Dokra, patachitra, wooden mask of Kushmandi, madurkathi
Dance forms: Chhau of Purulia

Source: Millennium Post, Aajkaal

Tantuja, Manjusha making profit under Trinamool Govt

State Finance, Commerce and Industry Minister Dr Amit Mitra on Tuesday said that both Tantuja and Manjusha have seen a remarkable turnaround in the last seven years since the Mamata Banerjee government took over in 2011.

Tantuja, that had suffered a loss of Rs 12.69 crore in the year 2010-11 has registered an operational profit of Rs 10.26 crore in the 2017-18 fiscal. Tantuja has made a business of Rs 167.70 crore in the last seven months and the operational profit has been Rs 3.39 crore.

“In 2011-12, the very first year we assumed office, we made a profit of Rs 69 lakh. In the 2017-18 fiscal, our turnover has gone up to Rs 204. 90 crore with a profit of Rs 10.26 crore,” the minister said.

According to Dr Mitra, the operational profit for Manjusha has been Rs 5.87 crore in the 2017-18 fiscal and it has also registered a turnover of Rs 91.04 crore. “Manjusha has made a business of Rs 167.70 crore from April to October this year and has made a profit of Rs 7.39 crore,” he said.

Elaborating on the reasons behind the turnaround, the minister said Tantuja has gone for massive product diversification in terms of bringing in the latest designs in sarees and has introduced jackets, scarves etc. “The state design centre is coming up with new designs and the weavers are being encouraged to incorporate new and latest designs in sarees,” Dr Mitra added.

According to him, the state government has eliminated the role of middlemen in the entire process by introducing the sale of products through e-commerce sites and also doing away with the manual calculation of sale proceeds.

“The products are now purchased directly from the Self-Help Groups and the weavers through camps in various parts of the state and payments are made directly to their bank accounts,” Dr Mitra reiterated.

Handloom and handicrafts sectors flourish in Bangla

The handloom and handicrafts sectors of Bangla have seen a massive revival, under the guidance of Chief Minister Mamata Banerjee, in the last seven years.

From the issuance of identity cards, to the distribution of better equipment or the training of artisans – the State Government has extended all help to the people engages with this industry.

Thanks to the various fairs and exhibitions, and the Biswa Bangla Brand, handicrafts and handloom products of Bangla have now gone global.

Handloom industry flourishes

  • 5,31,075 Weavers’ Identity Cards (WIC) distributed in 2017, against nil as in 2011
  • 66,500 credit cards issued to weavers
  • 95,000 weavers imparted skill development training
  • 75,889 looms provided to loom-less weavers
  • 44 lakh cheaper variety cotton sarees produced
  • 16 times increase in creation of additional person-days – 533 lakh between financial years (FY) 2011-12 to 2017-18 as compared to 33.18 lakh till 2010-11
  •  1 lakh weavers being provided marketing support through Tanter Haats
  • 24.15 km link road constructed for better road network for handloom clusters Mega Carpet Clusters launched covering 3,500 weavers
  • Project Baluchari being implemented, involving 2,500 weavers
    Tantuja turned to a profit-making organisation from 2014-15, after making loss for decades – Rs 204.9 crore business turnover achieved by Tantuja in FY 2017-18

 

Revival of Bangla handicrafts

  • 5,31,772 Artisan Identity Cards issued between FYs 2011-12 and 2017-18 as compared to 37,213 between FYs 2006-07 and 2017-18
    12,000 credit cards issued to artisans
  • 10 Rural Craft Hubs established (in collaboration with UNESCO), benefitting 25,000 artisans. The project has attracted about 80,000 tourists in the last 3 years.
  • 27 marketing outlets set up for artisans in the last 3 years
  • Rs 924 crore business generated from fairs and exhibitions
  • Manjusha started making profit from FY 2015-16 after making loss for three decades; over Rs 91 crore turnover achieved in FY 2017-18
  • 8 Biswa Bangla showrooms functioning in and outside Bengal, from which more than Rs 50 crore in sales generated till 2017

After the success of baluchari showroom, now exclusive jamdani showroom

Baluchari and jamdani are two of the most beautiful examples of sarees from Bengal. The State Government has been making a lot of efforts to make them more popular. As a result, the lot of the handloom weavers who make these is also improving.

Depending on the quality and types of saree, the earning of weavers has increased from 200 to 250 per day to Rs 350 to 500 per day.

Last April, Tantuja had opened an exclusive showroom for baluchari products on Park Street, Kolkata – not just sarees, but readymade garments, kurtas, belts, ladies’ bags and home décor items too.

The huge success of that has now encouraged Tantuja to open another exclusive outlet – this time for jamdani products, on Lenin Sarani.

It is going to be opened to the public in early 2018. To make the jamdani sarees more affordable, products covering a wide range of prices would be available – from Rs 2,000 to Rs 1 lakh.

Tantuja’s exclusive baluchari showroom has seen unprecedented success. From sales worth Rs 10 to 12 lakh per year, covering all the outlets, this one outlet, during the first six months from April 2017, has sold goods worth Rs 52.17 lakh.

 

তাঁতশিল্পের প্রসারে এবার জামদানির নয়া বিপণন

বাংলার তাঁতশিল্পের বাজারকে আরও ছড়িয়ে দিতে এবার জামদানি শাড়িতে নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নবাবি আমলের মুঘল দরবারি চিত্রকলার সঙ্গে বাংলার নকশি কাঁথায় মন্দির টেরাকোটার বুননে তৈরী বালুচরির চাহিদা বরাবরই ছিল। বালুচরির বিক্রী বাড়াতে আট মাস আগে ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্র গড়েছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ‘তন্তুজ’। একই ধাঁচে বাংলার বস্ত্রশিল্পের ওপর এক অতুলনীয় সৃষ্টি জামদানির বাজারকে চাঙ্গা করে তুলতে শহরের বুকে আরও একটি নতুন এক্সক্লুসিভ বিপণন কেন্দ্র গড়ে তুলছে তারা।

লেনিন সরণীতে এই শোরুমটি তৈরী হচ্ছে। টেন্ডার ডেকে কাজ শুরু হয়ে গেছে। এখানে থাকবে নানা ধরনের জামদানি শাড়ি। দুই আড়াই হাজার থেকে শুরু করে একলাখি জামদানিও পাওয়া যাবে এখানে।

পার্ক স্ট্রীটে তন্তুজের বালুচরি শাড়ির ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্রটি চালু হয়েছে গত এপ্রিল মাসে। সংস্থার সূত্র থেকে জানা গেছে, আগে সংস্থার বিভিন্ন শোরুম থেকে বালুচরি বিক্রী করে বার্ষিক আয় হত বড়জোর ১০ থেকে ১২ লক্ষ টাকা। নতুন বিপণন কেন্দ্রটির দৌলতে তা বেড়েছে পাঁচগুণেরও বেশী। এপ্রিল থেকে অক্টোবর মাত্র ছয় মাসে সেখান থেকে বালুচরি বিক্রী হয়েছে ৫২ লক্ষ ১৭ হাজার টাকার।

বালুচরি, স্বর্ণচরি ও জামদানি বাংলার হস্তশিল্পের অন্যতম নিদর্শন। তাই এদের জনপ্রিয়তা বাড়াতেই এরম উদ্যোগ নেওয়া হচ্ছে। বালুচরির এক্সক্লুসিভ শোরুমটি থেকে বিপুল লাভের পরেই এই নতুন বিপণনটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই এই কেন্দ্রটি উদ্বোধন করা হবে।

তন্তুজের এই উদ্যোগে প্রধানত উপকৃত হচ্ছেন বাংলার তাঁতশিল্পীরা। তাদের দৈনিক মজুরীও অনেক বেড়েছে। শাড়ির ধরন অনুযায়ী তাঁতিরা প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ টাকার মতো মজুরি পাচ্ছেন। আগে এই মজুরি ছিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এখন আরও একটি এক্সক্লুসিভ বিপণী খোলার পর বাংলার তাঁতশিল্প যেমন অন্য মাত্রা পাবে, তেমনই তাঁতিদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

 

Bengal Govt’s textile brand Tantuja to sell sarees in USA

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Limited, selling its products under the brand name, Tantuja, has announced its partnership with Amazon to enter the US market. This is the first expansion of Tantuja into the global stage. Through the e-commerce portal, Tantuja would sell sarees in USA.

Amazon is a pioneer in global e-commerce space with over 20 years of experience.

Tantuja has been selling handloom products crafted by local artisans and weavers of Bengal on the portal since last year. The brand has seen excellent response from customers across the country. This association with Amazon will help the co-operative society satisfy the huge global demand for traditional Indian products.

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society, after being rejuvenated through the personal initiative of Chief Minister Mamata Banerjee, has enabled thousands of local weavers, artisans and craftsmen to get direct access to customers while ensuring that they get the right value for their offerings.

The Trinamool Congress Government has been giving special thrust to the textile sector of Bengal, which has a huge potential. Among other things, the Biswa Bangla brand has been created as an umbrella brand to sell the textile and handicrafts of the State, through the Biswa Bangla-branded showrooms.

 

এবার মার্কিন মুলুকেও পাওয়া যাবে বাংলার তন্তুজর শাড়ি

অ্যামাজনের সাথে চুক্তি করল দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভারস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যারা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে তন্তুজ’র নামে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেও এবার পাওয়া যাবে বাংলার শাড়ি। এই প্রথম বিশ্ব বাজারে পাড়ি দেওয়ার উদ্যোগ নিল তন্তুজ।

বাংলার তাঁতিদের তৈরি শাড়ি ও অন্যান্য বস্ত্রসামগ্রী অনলাইনে ই-কমার্সের মাধ্যমে তন্তুজ বিক্রি করছে গত বছর থেকে। সারা দেশ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এবার অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তন্তুজ মেটাবে আন্তর্জাতিক চাহিদা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তন্তুজ পুনর্জীবন লাভ করেছে। এর ফলে হাজার হাজার তাঁতি, কারিগররা সরাসরি গ্রাহক পর্যন্ত পৌঁছতে পারছে, তার ফলে তাঁরা নিজেদের পরিশ্রমের উপযুক্ত মুল্য পাচ্ছেন।

তৃণমূল সরকার বিশেষ জোর দিয়েছে বস্ত্রশিল্পের ওপর। অন্যান্য শিল্পের পাশাপাশি বস্ত্রশিল্পেরও আছে বেড়ে ওঠার প্রবল সম্ভাবনা। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের দৌলতে রাজ্যের সকল বস্ত্র ও হস্তশিল্পীরা নিজেদের সামগ্রী বিক্রী করতে পারছেন।

After turnaround, Tantuja launches new product in form of linen

Tantuja, the leading brand of Bengal, under the State MSME department, has now stepped in to promote linen products. The new products made of linen were inaugurated on Tuesday by the Bengal MSME Minister.

The MSME department has started training 180 Tant weavers in Fulia on making linen fabric. The MSME department has been supplying the weavers with special machines to weave linen fabric.

Tantuja will promote the products through its 10 outlets. Prices have been fixed keeping in mind the middle income groups.

Tantuja has recently received the prestigious Images Retail Award in Mumbai. Tantuja’s products, especially sarees, are now available on most popular e-commerce platform. Once ailing due to financial crisis, the organisation under West Bengal State Handloom Weavers Cooperative Society made a record operational profit in 2015-16 at Rs 3.5 crore against a turnover of Rs 123.19 crore.

 

লাভের মুখ দেখার পর এবার লিনেন লঞ্চ করল তন্তুজ

ডিজাইনার দের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার লিনেনের ডিজাইনার রেঞ্জ তাদের বাজারে আনল তন্তুজ। মঙ্গলবার এই নতুন ডিজাইন করা পোশাকের উদ্বোধন করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী।

ফুলিয়ার ৩টি সোসাইটির মত ১৮০ জন তাঁতশিল্পীদের দিয়ে প্রথম ধাপের লিনেনের ফ্যাব্রিক তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। লিনেনের মতো মজবুত ফাইবারকে নরম করে ডিজাইনার পোশাক তৈরির উপযোগী করে তুলতে বিশেষ যন্ত্রও আনানো হয়েছে। ১ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।

কলকাতায় যে ১০টি শো রুম আছে সেখানেও লিনেনের ডিজাইন রাখা হবে। মধ্যবিত্ত লোকেদেড় কথা মাথায় রেখেই মুল্য নির্ধারন করা হয়েছে।

সম্প্রতি মুম্বাইতে পুরস্কার পেয়েছে তন্তুজ। তন্তুজর পণ্যদ্রব্য বিশেষত শাড়ি এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, এগুলি সব ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়।

একদা আর্থিক সংকটে থাকা এই হ্যান্ডলুম তাঁতি কো-অপারেটিভ সোসাইটি এখন রাজ্য সরকারের সহযোগিতায় লাভের মুখ দেখছে। ২০১৫-১৬ সালে তাদের লাভের পরিমাণ ৩.৫ কোটি।

After tremendous success in retail stores, Tantuja looks to capture e-commerce platform

The huge profits are enough to tell the story of Tantuja, which recently launched a successful partnership with Flipkart and Amazon. Tantuja’s products, especially sarees, are now available on these most popular of e-commerce platforms.

Once ailing due to financial crisis, the organisation under West Bengal State Handloom Weavers Cooperative Society made a record operational profit of Rs 3.5 crore against a turnover of Rs 123.19 crore in the financial year 2015-16.

The profit margin was Rs 2.05 crore in 2014-15 against a turnover of Rs 106.67 crore.

In the current year, that is, 2016-17, the turnover has already crossed crossed Rs 125 crore.

“We have tied up with Amazon. We were selling Tantuja sarees through Flipkart and have clocked sales of Rs 50 lakh”, said state MSME Minister Swapan Debnath. Tantuja, a State Government undertaking, has 48 stores as of now and plans to open at least two more stores in Digha and Mumbai soon.

“We are expanding our stores and also harnessing the multiple e-commerce marketplace portals to expand our reach”, the Minister added.

Biswa Bangla stores at airports and at a few major locations, including the national capital, sell Tantuja products as well. However, Tantuja products will not offer any special discounts in the online marketplace and will maintain the same price strategy for both online and offline stores.

Meanwhile, Tantuja is planning an exclusive line of Banarasi wedding sarees by roping in weavers from Varanasi. These exclusive sarees will cater to niche clientele across the world. This measure will help in raking in higher revenues in the years to come, MSME Department officials believe.

The State Government would consider capex support for expansion of Tantuja, but the Government will not subsidise operational expenses.

Tantuja has been churning out profits over the last three years. The profits have made it one of the best turnaround stories of Bengal. Chief Minister Mamata Banerjee has undertaken a personal endeavour to revitalise the organisation; her Tant Sathi Scheme has played a vital role. An amount of Rs 120 crore has now been allotted to Tant Sathi for paying as compensation to ‘tant’ (handloom) weavers.

Speaking about the use of multiple marketing channels by Tantuja, a senior official at the State secretariat, Nabanna said that the adoption of ‘omni-channel marketing route’ to expand Tantuja’s reach is also the Chief Minister’s brainchild. It will help in reaching out to more customers, besides introducing new products.

Tantuja, set up in 1945, has been awarded the esteemed Images Retail Award by a private organisation in Mumbai.

It has also been acknowledged as the ‘Best Turnaround Story’ by Indian Retail Forum, the biggest retail platform in India. This award was given for Tantuja’s innovative branding, marketing and retailing strategies and for concept building, after having been a loss-making company for the last 25 years.

The erstwhile State Government established Tantuja to give healthy promotion to the weaving and craftsmanship which are a part of Bengal’s unique culture.

However, militant trade unionism and poor work culture turned it into a loss-making entity and eventually became a burden to the Government. Now, it is once again on the path of growth.

 

 

খুচরো ব্যাবসায়ে সাফল্যের পর ইকমার্সেও ঢুকতে চলেছে তন্তুজ

 

ইকমার্সে অন্যতম জনপ্রিয় সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের সঙ্গে অংশীদারিতে ব্যাবসার এক নতুন দিক খুলে খুব সাফল্যের সঙ্গে ব্যাবসা করছে তন্তুজ। এই সকল ওয়েবসাইটে তন্তুজর শাড়ি এখন খুবই জনপ্রিয়।

একসময় সরকারের এই সংস্থা ধুঁকতে থাকলেও এই ২০১৫-১৬ অর্থবর্ষে সাড়ে তিন কোটি টাকা লাভ করেছে তন্তুজ। আগের বছর লাভ করে দুকোটি টাকারও বেশি।

এই বছরের ব্যাবসা ইতিমধ্যেই ১২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ওই দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আমরা অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, ফ্লিপকার্টের মাধ্যমে আমরা ৫০ লাখ টাকার ব্যাবসা করতে পেরেছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের ৪৮তি বিপনন কেন্দ্র আছে, তবে খুব শীঘ্রই আমরা দিঘা ও মুম্বাইতে দুটি কেন্দ্র খুলতে পরিকল্পনা করছি। আমরা আমাদের বিপনন কেন্দ্রের পাশাপাশি আরও ইকমার্সের সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের ব্যাপ্তি বাড়াতে।

বিশ্ববাংলার বিপনন কেন্দ্রগুলি যা দিল্লি, বিমানবন্দর ও বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায় আছে, তারাও তন্তুজর সামগ্রি বিক্রয় করে থাকে। তন্তুজ ইকমার্সে আলাদা কোন ছাড় দেবে না দামের ক্ষেত্রে।

ইতিমধ্যে, কাশীর বেনারসি শাড়ি প্রস্তুতকারক তাঁতিদের সঙ্গে যোগাযোগ করে বেনারসি শাড়িও তৈরি করা শুরু করতে চলেছে। এইধরনের শাড়িগুলি বিশ্বব্যাপী উচ্চবিত্ত মানুষদের উদ্দেশ্য করে তৈরি করা হবে। ওই সংস্থার আধিকারিকরা আশা করেন, এর ফলে সংস্থার বেশ ভাল আয় হবে।

রাজ্য সরকার এই প্রকল্পে কোন ভর্তুকি দেবে না কিন্তু সর্বপ্রকার সাহায্য করবে।

তন্তুজ সবেমাত্র গত তিনবছর ধরে লাভের মুখ দেখছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় তাঁত সাথী প্রকল্প এতে একটি গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করে। ওই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে তাঁতিদের সাহায্যার্থে।

নবান্নের এক উচ্চপদস্থ সচিব জানান, বিপননের জন্য শুধু বিপনন কেন্দ্রর ওপর ভরসা না করে আরও নানা ভাবে বিক্রয় করার উদ্যোগটিও মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই এসেছে। নতুন দ্রব্য তৈরির পাশাপাশি নতুন নতুন ভাবে পণ্য বিক্রয় করলে নতুন অনেক ক্রেতা পাওয়া যাবে।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থাটি, মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থার দ্বারা “খুচরো ব্যাবসায়ে সম্মানিত প্রতিচ্ছবির” জন্য পুরস্কৃত।

ভারতীয় খুচরো ব্যাবসায়ী ফোরাম এই সংস্থাকে ভূষিত করেছে “সেরা ঘুরে দাঁড়ানোর রুপকথা” আক্ষায়। টানা ২৫ বছর লোকসানে থাকা সংস্থাটি নিজের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর জন্য।

বাংলার সংস্কৃতির ধারা অব্যাহত রেখে রাজ্য সরকার প্রধানত তাঁতি ও শিল্পীদের উন্নয়নের জন্যই এই সংস্থাটি গড়ে তোলে।

জঙ্গি শ্রমিক ইউনিয়ন ও কর্মসংস্কৃতি খারাপ থাকার কারনে সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থাটি লোকসানের মুখ দেখতে শুরু করে ও আসতে আসতে সরকারের বোঝা হয়ে দাড়ায়। এখন আবার এই সংস্থাটি রাজ্যের কাছে গর্বের বিষয়।

 

Tantuja partners weavers’ society to revive Baluchari

Trailing the lost glory, some enthusiastic Kolkatans took the project to revive Baluchari – the pure mulberry silk yarn without the use of zari. Baluchari ‘Buti’ saaris are acclaimed for the soft lustrous texture, glowing colours and distinctive motifs.

The Government of West Bengal has joined hand with the endeavour. Tantuja, under West Bengal State Handloom Weavers Cooperative Society has joined hand with a city based textile company to undertake slew of activities to restore the Baluchari’s magnificent history.

The Government of West Bengal got Geographical Indication (GI) of Baluchari sari in 2012. The geographical indication registration number 173 and the registered proprietor is director of handloom, West Bengal. There will be a showcasing of sari and inception of the programme, ‘Baluchari: Bengal and Beyond’ will start on November 18 and continue till December 4. A seminar will also take place on Baluchari in November 19.

 

বালুচরি শাড়ির পুনরুজ্জীবনে নতুন উদ্যোগ তন্তুজর

বাংলার হৃতপ্রায় ঐতিহ্য বালুচরি শাড়ির পুনরুজ্জীবনের লক্ষে এগিয়ে এসছেন কিছু কলকাতাবাসী। এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।রাজ্য সরকারি সংস্থা তন্তুজ হাত মিলিয়েছে এই শহরের বেসরকারি এক বস্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে।

আগামী নভেম্বর মাসের ১৮ তারিখে “বালুচরী – বেঙ্গল এন্ড বিয়ন্ড” শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীটি চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। আশা করা যায় এই উদ্যোগে বালুচরি শাড়ি পুনরুজ্জীবিত হবে।

উল্লেখ্য, ২০১২ সালে রাজ্য সরকারের উদ্যোগে জিআই ট্যাগ পায় এই শাড়ি।

In handicrafts, Bengal is now a force to reckon with

According to data from the Union Ministry of Statistics and Programme Implementation, in rural India, the largest distribution of handicraft establishments is in the State of Bengal, accounting for 17.83% of the total number in India. In urban India too, Bengal is high up the order, second only to Uttar Pradesh, with 14.1% of the total number of handicraft establishments.

Combining rural and urban India, West Bengal is the number one in India, accounting for 16.3% of the handicraft establishments.

The impetus that the Mamata Banerjee Government has been giving to the handicraft and handloom industries of Bengal over the last six years is yielding rich results.

Biswa Bangla brand

The Biswa Bangla brand, created by Chief Minister Mamata Banerjee herself, has been an umbrella brand for all handicrafts and handloom products of the State. Manjusha, the brand under which West Bengal Handicrafts Development Corporation sells its products, and Tantuja, under which West Bengal State Handloom Weavers Co-operative Society sells its products, are the other major brands for the indigenous products of the State.

Regular fairs and haats are organised all across the State, that help the makers to sell their goods as well as get new orders. These are extremely popular affairs, drawing huge crowds wherever they are held. Biswa Bangla outlets have been set up in the State, as well as outside. Plans are on to set up more, including a Biswa Bangla Mall in Kolkata.

Impetus to MSME sector

Naturally, Bengal’s handicraft and handloom makers are now able to live comfortably off their trades. Now, they are eager not only to continue their trades but also to pass on their skills to the next generation. This is a far cry from the time of the Left Front Government, during whose tenure, as a result of massive neglect, the State’s traditional handlooms and handicrafts were dying a slow death.

 

হস্তশিল্পে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা

কেন্দ্রীয় পরিসংখ্যান ও রূপায়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে। সারা দেশের ১৭.৮৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে বাংলার গ্রামাঞ্চলে (যা দেশের মধ্যে সবচেয়ে বেশি) এবং শহরাঞ্চলে এর সংখ্যা ১৪.১ শতাংশ (বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে)।

গ্রাম ও শহর মিলিয়ে পশ্চিমবঙ্গ হস্তশিল্পে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে। ১৬.৩ শতাংশ হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে রাজ্যে।

বামফ্রন্ট সরকারের সময় থেকে রাজ্যের ঐতিহ্যগত তাঁত ও হস্তশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প অবহেলিত হতে হতে  ক্রমশ বিলুপ্তির পথে এগোচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার গত ছয় বছর ধরে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁত শিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নিয়েছেন।

বিশ্ব বাংলা ব্র্যান্ড

বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রীর নিজের সৃষ্টি। এই ব্র্যান্ডটি বর্তমানে রাজ্যের হ্যান্ডলুম ও হস্তশিল্পকে পুনরুদ্ধার করেছে।  মঞ্জুসা ব্র্যান্ডের আওতায় পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কো-অপারেটিভ  তাদের পণ্য বিক্রি করে এবং তন্তুজ এর অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডলুম তাঁতি কো-অপারেটিভ সোসাইটি তাদের পণ্য বিক্রি করে।

শিল্পীরা যাতে তাদের তৈরি জিনিস বিক্রি করতে পারেন এবং আরও অর্ডার পেতে পারেন সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়মিত মেলা ও হাটের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলা আউটলেট খোলা হয়েছে। আরও আউটলেট সহ কলকাতায় একটি বিশ্ব বাংলা শপিং মল খোলার পরিকল্পনা রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতি

স্বাভাবিকভাবেই, বাংলার হস্তশিল্প ও তাঁত প্রস্তুতকারকরা এখন ভালোভাবে ব্যবসা করছে। এখন, তারা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের এই দক্ষতা প্রসার করতেও সমানভাবে আগ্রহী।

 

Bengal Textile Dept to promote silk marriage sari as alternative to Banarasi

The idea of creating a market competitor of Banarasi – one of the finest wedding-wear for the brides across the nation – is now nurtured by the experts working under Bengal MSME and Textile Department.

‘Silk Marriage Sari’ – will be an alternative for ‘Banarasi Sari’ in West Bengal.

“I have confirmation from the Chief Minister to go ahead with this project. She has instructed us to finish the research work and commence the production as soon as possible,” said MSME and textile minister.

“Our production will be modern and gorgeous. The elegant look, stunning hand-made designs, colours would beat its competitors in wedding sari segment,” said the minister.

The Silk Marriage sari will be showcased in 22 Tantuja showrooms across the State. “We are going to start production at two destinations – Dhatrigram of Burdwan and Fulia of Nadia,” the minister said.

The State Government has hired some expert Banarasi artists, who are presently giving training, teaching and guidance to the Bengal weavers. The promotion and branding, marketing team would be done in a pre-planned way.

 

 

বিয়ের বেনারসির বিকল্প হিসেবে সিল্ক শাড়িকে তুলে ধরবে বস্ত্রদপ্তর

বিয়ের বেনারসি শাড়ির বিকল্প আসতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার তাঁতিরা এই বেনারসি শাড়ির বিকল্প সিল্ক শাড়ি বাংলাতেই তৈরি করবে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে এই উৎপাদন।

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের মন্ত্রী জানান, “এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে। গবেষণার কাজ শেষ এবং যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আরম্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে”।

এই সিল্কের শাড়িগুলি তন্তুজর শোরুমে প্রদর্শিত হবে। “তন্তুজর ২২ টি কেন্দ্রে এই সব শাড়ি বিক্রি হবে। বর্ধমানের ধাত্রীগ্রামে এবং নদিয়ার ফুলিয়ায় আমরা আরও দুটি উৎপাদন কেন্দ্র তৈরি করছি।

বাংলার তাঁতিদের প্রশিক্ষণ দিতে বেনারসি শাড়ির বিশেষজ্ঞদের এনেছে রাজ্য সরকার।