Durga Puja: Cold storage network coming as a boon for lotus cultivators

The chain of cold storages built by the State Government over the last few years is coming as a help for Durga Puja too. Flower traders and cultivators from across the State are finding them very convenient for storing lotus flowers, which are a very important part of Durga Puja.

In fact, 50 lakh lotus flowers are going to be supplied to puja organisers, by a lakh of cultivators. To ensure no shortage, it is quite essential to start storing them weeks ahead of the Puja.

For Durga Puja, lotuses also get exported to other States, and for this reason too the cold storages are coming as a boon. The demand for lotuses from the State remains high across the country as the flowers are of a superior quality.

In recent times, multipurpose cold storages have been set up at Bagnan in Howrah district and at Panskura in Purba Medinipur, the two places which are the major flower producing regions in Bangla.

According to a senior official of the State Government, steps are being taken to further develop infrastructure to support flower cultivators.

Source: Millennium Post

Image Source

Ahead of Sharodotsav, Bengal CM reaches out to Durga Puja with a letter

In a poetic letter, Bengal Chief Minister Mamata Banerjee reached out to the Durga Puja committees across the state, wishing the organisers.

In a letter dated August 30, 2017, she eulogised the victory of good over evil. She also appealed to all to maintain communal harmony at the time of the festivities.

She said that ‘Sharodiya Durgotsav’ is not only a religious festival but a festival that unites all.

 

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে দুর্গা পুজো আয়োজকদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩০শে আগস্ট তিনি এক চিঠির মাধ্যমে সকল পুজো আয়োজকদের বলেন আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। তিনি আবেদন করেন অনুষ্ঠানের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে।

তিনি বলেন, দুর্গাপুজো কোনও একটি সম্প্রদায়ের পুজো নয়, এটি এমন এক উৎসব যেখানে সকল সম্প্রদায় মিলে আনন্দ করেন।

এই সেই চিঠিঃ

 

শারদ শুভেচ্ছা

‘বাজলো তোমার আলোর বেণু’

শিউলি সকাল, কাশফুলের দোলা আর শরতের সাদা মেঘ এবার বয়ে আনলো মা দুর্গার আগমন বার্তা। এবারে সব দুঃখ দৈন্য ভুলে আনন্দে মেতে ওঠার পালা; সমস্ত ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে উৎসবের আঙিনায় মিলিত হওয়ার সময়।

আনন্দময়ীর আবাহনের মধ্যেই নিহিত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়। চিন্ময়ী দেবীর মৃন্ময়ী রূপে আগমন তাই নিয়ে আসে নববিধানের আশ্বাস আর নবনির্মাণের পবিত্র প্রত্যয়।

“মা আসছেন, শিউলি ভোরে

শঙ্খ বাজুক ঘরে ঘরে।”

শারদীয়া দুর্গোৎসব শুধুমাত্র এক ধর্মীয় আচার-আয়োজন নয়, সর্বস্তরের, সর্বধর্মের মানুষের আত্মিক মেলবন্ধনই এই উৎসবের মূল ভাবনা, চিরন্তন সুর। দশভুজার চরণস্পর্শে তাই সঞ্চারিত হোক আশার আলো, আনন্দধারায় সিক্ত হয়ে উঠুক বিশ্বভুবন। সবাই ভালো থাকুন, সকলের ভালো হোক।

আপনাদের শারদোৎসবের আয়োজন সফল হোক, উৎসবের দিনগুলিতে সবাই শান্তি ও মৈত্রীর মেল্বন্ধনে আবদ্ধ থাকুন। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, ভালোবাসা ও শিউলি শুভেচ্ছা।

(মমতা ব্যানার্জী)

 

Bengal Tourism Department launches mobile app for Durga Puja

The Bengal Tourism Department has brought out an app on the occasion of Durga Puja, named Sharadotsav. The app is available on Android devices.

The app has four primary sections – ‘Puja in Map’, ‘Nearby Pujas’, ‘Zone-wise Puja’ and ‘Emergency Contacts’.

The ‘Puja in Map’ section has the important well-known Durga Puja pandals marked on a map of Kolkata. The ‘Zone-wise Puja’ section has a list of the famous Durga Puja pandals in Bengal divided into seven groups – North Central Kolkata, Port Area, South Suburban and South West, South and South East, Heritage Puja, Siliguri and Other Puja – along with pictures.

The ‘Emergency Contacts’ section information on blood banks, fire stations, hospitals, the metro rail and police stations.

You can download the app from the Google Play store.

 

নতুন অ্যাপ আনছে পর্যটন দপ্তর – থাকছে দুর্গা পুজোর বিভিন্ন তথ্য

পুজোর ভিড়ে মানুষ যাতে হারিয়ে না যায় সেইজন্য এবার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করছে পর্যটন দপ্তর। শুধু রাজ্যের মানুষ নয়, শারদোৎসব দেখাতে আসা ভিন রাজ্য বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অ্যাপ। অ্যাপটির নাম ‘SARADOTSAV’।

গুগল প্লে স্টোরে গিয়ে ‘SHARADOTSAV’ লিখলেই কলকাতার দুর্গাপুজো দেখার প্রয়োজনীয় সব তথ্যবাহী এই অ্যাপ পাওয়া যাবে। রাজ্যের অন্য শহরের পুজোর তথ্যও মিলবে এই অ্যাপে। এই অ্যাপে পুজোর নানা পাশাপাশি রাজ্যের নানা দ্রষ্টব্য স্থানের তথ্যও পাওয়া যাবে। পুজো দেখার ফাঁকে সেগুলিও দেখে নিতে পারবেন পর্যটকরা।

এছাড়া এই অ্যাপে থাকছে রাজ্যের বিখ্যাত পুজোগুলির তথ্য, পুজোর নির্ঘণ্ট, বনেদি বাড়ির পুজোর ইতিহাস। কোন পথে গেলে পছন্দের পুজো দেখা যাবে, তাও জানিয়ে দেওয়া হবে ম্যাপের মাধ্যমে। পুজোর মণ্ডপ লাগোয়া রেল, মেট্রো, বাসস্টপের দুরত্বও জানা যাবে। পাশাপাশি নিকটবর্তী রেস্তোরাঁ, পুলিশ সহায়তা কেন্দ্র, থানা, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা, ব্যাঙ্কের এটিএম, পাবলিক টয়লেটের তথ্য মিলবে।

এখানেই শেষ নয়, কোন পুজোর উদ্বোধন কবে তাও জানা যাবে। অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিট। এছাড়াও এতে রয়েছে বারোয়ারির খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর মণ্ডপের নানা ছবি। রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির নানা তথ্য। এর মাধ্যমে ট্যুরিস্ট লজগুলিও বুকিং করা যাবে। তাঁর প্রয়োজনীয় লিঙ্কও দেওয়া রয়েছে এখানে।

অ্যাপ্ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

HIDCO to welcome tourists during Pujas

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO, in short, HIDCO), which is developing New Town into a smart city, has chalked out elaborate plans to welcome visitors to the city on the occasion of Durga Puja.

On the day of Panchami (Sept.25), a panchapradeep, a type of special lamp designed by famous architect Prabir Mitra, will be lit up at Akhanksha More in New Town, renamed Mangaldeep by Chief Minister Mamata Banerjee. Lighting a panchapradeep is an old custom, meant to welcome those returning home to join the festival. Dhakis will also be present to greet tourists.

The whole of New Town will be lit up. An increasing number of tourists, including foreigners, have been coming to New Town over the past few years, attracted by Eco Park (renamed Prakriti Tirtha by the Chief Minister), Mother’s Wax Museum and other attractions. Keeping this in mind, HIDCO has drawn up plans to make Durga Puja a memorable occasion for them.

At Eco Park, dhakis in coloured attire will also play dhols to give the entire area a festive mood.

Food is intimately connected with the Durga Puja festival. To make this year’s festival a special one, Café Ekante (also named by the Chief Minister), the speciality restaurant at Eco Park serving Bengali cuisine would be preparing mouth-watering menu for the days of the Puja. Bhoger khichdi, along with a vegetable dish, fried fish, chutney and papad for Rs 199 plus taxes per plate. The famous bhuna khichdi, traditionally of Dhaka, will be available for Rs 329 plus taxes per plate. Other khichdi-specific fries will also be available.

The menus have been prepared to cater to all sorts of clients. Café Ekante has become very popular and it is expected to be packed during the Puja days.

 

দুর্গা পুজোয় অতিথি আপ্যায়নে চমক দিতে চলেছে হিডকো

সকল পর্যটক ও প্রবাসীদের দুর্গা পুজোয় অনন্যভাবে আপ্যায়ন জানাতে উদ্যোগ নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউন সাজবে নতুন ভাবে পুজো উপলক্ষে। মহালয়ার দিন, চতুর্থী থেকে ষষ্ঠী রংবেরঙের পোশাক পরিহিত ঢাকিরা ধাক বাজিয়ে অতিথিদের আপ্যায়ন করবেন।

চারটি স্টেজ তৈরি করা হবে চারটি জায়গায়, আকাঙ্খা মোড়, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, অ্যাকশন এরিয়া ১-এর বাসস্ত্যান্ডে।নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

হাউসবোট রেস্তরাঁও জনপ্রিয়। প্রসঙ্গত, এই ক্যাফে একান্তে তাঁদের একটি শাখা খুলেছে অ্যাকশন এরিয়া ১-এর বাস টার্মিনাসের কাছে যেখানে পাওয়া যায় শুধু দক্ষিণ ভারতীয় খাবার।

হিডকো, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রাজ্য পরিবহণ দপ্তর এবং বিধান নগর কমিশনারেট একটি বৈঠক করেন নিউ টাউন ও বিধান নগরে যান চলাচল নিয়ন্ত্রণ করার পুজোর দিন ও তার পরে পরেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের চলাকালীন।

Source: Millennium Post