September 4, 2017
Women rehabilitated under ‘Muktir Alo’ scheme open cafeteria

Muktir Alo is a scheme run by the Bengal Government for the rehabilitation of women who have been trafficked for prostitution. This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way.
One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo. Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.
In the first phase of this programme, 50 women were given training in making spices and block printing. In the second phase, 25 more people were trained. During the period of training, the State Government also gives every woman a stipend of Rs 2,500 and the cost of transportation.
Along with providing training, the aim behind the scheme is to also make the women self-sufficient. Towards that end, the government provides Rs 25,000 to those interested in opening a start-up with the help of the training received.
‘মুক্তির আলো’ প্রকল্পে স্বনিভর হয়ে নতুন ক্যাফেটেরিয়া চালু করলেন অবহেলিতরা
‘মুক্তির আলো’ – ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাচার হওয়া নারী বা বিভিন্নভাবে নির্যাতিতদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুললেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।
এই প্রকল্পে প্রথম দফায় ৫০ জনকে মশলা তৈরি ও ব্লক প্রিন্টিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুক্তির আলো – ২ প্রকল্পের আরও ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের সময় তাদের ২৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়েছে। থাকা ও পরিবহনের খরচ দিয়েছে রাজ্য সরকার। তাদের প্রশিক্ষণের পাশাপাশি স্বনির্ভর করে তোলাই লক্ষ্য। ২৫ হাজার টাকা নিয়ে স্টার্ট আপ ব্যবসা চালু করার জন্য সাহায্যও করবে সরকার।
খিদিরপুরের মুনশিগঞ্জ ও আলিপুর আদালত চত্বরেও তৈরি হয়েছে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মেয়েদের ক্যাফেটেরিয়া। শীঘ্রই বিকাশ ভবনেও হবে এই ক্যাফেটেরিয়া।
Source: Pratidin