সেপ্টেম্বর ১৩, ২০১৮
সূচনা হল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা ২০১৮-র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজন করছে রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা ২০১৮-র। এই মেলায় প্রতিযোগিতামূলক বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনী হবে। মেলার সূচনা হয় গতকাল।
এই মেলার আয়োজনে সহযোগিতা করছে বিভিন্ন দপ্তর, যথা বিদ্যালয়, শিক্ষা, উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর; পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংসদ; জগদীশ বোস ন্যাশানাল সায়েন্স ট্যালেন্ট সার্চ; বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম, কলকাতা।
জেলাস্তরে এই বিজ্ঞান মেলা হবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যস্তরে এই মেলা হবে ২৬শে থেকে ২৮শে সেপ্টেম্বর।
এই প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ: ‘ক’ বিভাগ- দশম শ্রেণী পর্যন্ত, ‘খ’ বিভাগ- দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং ‘গ’ বিভাগ- কলেজের ছাত্রছাত্রীদের জন্য।
দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা এই মেলায় উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরাসরি রাজ্যস্তরের মেলায় অংশ নিতে পারবেন। তাছাড়াও, সরাসরি রাজ্যস্তরে প্রতিযোগিতা বহির্ভূত বিভাগে প্রদর্শিত হবে অছাত্র যুবক যুবতীদের দ্বারা নির্মিত ব্যাতিক্রমী বিজ্ঞান মডেল।