Latest News

February 16, 2014

West Bengal becomes the first state in India to launch a mobile app for farmers

West Bengal becomes the first state in India to launch a mobile app for farmers

The West Bengal Government has been laying stress on e-governance ever since the Trinamool Congress came to power. In accordance with this practice, the Government has now launched a mobile app named `Mati Katha` to help the farmers. The famers in distant places of rural Bengal can now have their problems solved through this application in their android devices.  The service was launched by WB CM Ms. Mamata Banerjee at the inauguration ceremony of Mati Utsav 2014. West Bengal is the first state of the country to devielop such an application.

The application, created with the help of a team of agricultural experts and the state information technology agency WEBEL did not require any central fund. The state spent Rs 2.39 Crores in the first phase to come up with this application. The Krishi Projukti Sahayak or KPS will be an online interphase between the agricultural experts and the farmers.

Using GPRS in their tablet PCs, the farmers now can contact the agricultural experts and express their problems regarding cultivation. Even related pictures can be sent. There is a system of realtime audio communication too.

The first phase will see 63 blocks of 6 districts – Burdwan, Nadia, North 24 Parganas, Hooghly, Bankura and Jalpaiguri availing this service. 127 KPS will be working in these blocks. The website of the agriculture department will now be featuring all necessary details and videos.

Such innovative ideas will not only be a big leap for the department but also will find quick cures for plant diseases. The project will see a joint venture between the agricultural scientists and officials working hand in hand, solving problems. Initially, 2G network will be used. The application will also keep an eye on the KPS and his activities in rural areas. Added information like making budgets for cultivating a particular crop, its market price and weather forecast reports will also be available through this system.

`মাটির কথা` শুনতে এ বার তথ্যপ্রযুক্তিতে হাতিয়ার করল রাজ্য সরকার৷

রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের কৃষি প্রযুক্তি সহায়কের (কেপিএস) হাতে থাকবে একটি ট্যাব৷ যার মাধ্যমে কৃষকের সমস্যা সরাসরি পৌঁছে যাবে আধিকারিক, অধ্যাপক, গবেষকদের কাছে৷ তত্ক্ষণাত্ সমাধান পেয়ে যাবেন সাহায্যপ্রার্থী কৃষক৷ শুক্রবার পানাগড়ে মাটি উত্সবে এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম দেওয়া হয়েছে `মাটির কথা`৷ কৃষিক্ষেত্রে প্রযুক্তির এমন ব্যবহার দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম৷

কেন্দ্রীয় সাহায্য নয়, রাজ্য সরকার একক উদ্যোগে এই প্রকল্প শুরু করেছে৷ প্রথম দফায় খরচ হচ্ছে ২ কোটি ৩৯ লক্ষ টাকা৷ যার মধ্যে ১ কোটি ৯৮ লক্ষ টাকা খরচ করা হয়ে গিয়েছে৷ এহেন ব্যতিক্রমী চিন্তাভাবনা রাজ্যেরই কয়েকজন কৃষি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের, যাঁরা ওয়েবেলের হাত ধরে প্রয়োজনীয় হার্ডওয়্যারও তৈরি করে ফেলেছেন৷

চাষের কোনও সমস্যা নিয়ে কৃষক কেপিএসের কাছে গেলে, তিনি যদি সমাধানসূত্র দিতে না-পারেন, তা হলে ট্যাবে যোগাযোগ করা হবে কৃষি আধিকারিক বা গবেষকদের সঙ্গে৷ ট্যাবে থাকছে জিপিআরএস ব্যবস্থা৷ যা দিয়ে সহজেই বুঝে ফেলা যাবে ঠিক কোন এলাকায় চাষে সমস্যা হয়েছে৷ প্রয়োজনে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের কাছে৷ অধ্যাপক-গবেষকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন কৃষকও৷

 প্রথম দফায় ছয় জেলার (বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, জলপাইগুড়ি) ৬৩টি ব্লকে শুরু হচ্ছে এই প্রকল্প৷ রূপায়ণের দায়িত্বে থাকছেন সংশ্লিষ্ট কেপিএস-রা৷ তাঁদের হাতে ট্যাব তুলে দেওয়া হবে৷ রয়েছেন ১২৭ জন৷ ব্লক, মহকুমা ও জেলা কৃষি আধিকারকিদের দেওয়া হচ্ছে ল্যাপটপ৷ সব মিলিয়ে তথপ্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে রাজ্যের কৃষিকে৷ খোলা হচ্ছে কৃষি দপ্তরের নিজস্ব ওয়েবপেজ৷ যেখানে বাংলায় পাওয়া যাবে চাষের যাবতীয় তথ্য, সরকারি প্রকল্পের খবর, কৃষি সম্প্রসারণ সংক্রান্ত নানা তথ্যের ভিডিয়ো৷

কৃষি দপ্তরের আধিকারিকরা মনে করছেন, এমন চিন্তাভাবনা একধাক্কায় অনেকটা এগিয়ে দেবে রাজ্যের কৃষিক্ষেত্রকে৷ শুধু অজানা রোগের আক্রমণ থেকে রক্ষাই নয়, কৃষক হাতে পেয়ে যাবেন ৪৬ রকম শষ্য চাষের নানা তথ্য৷ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, গবেষক ও সরকারি আধিকারিকদের একসূত্রে বেঁধে এগোচ্ছে নয়া প্রকল্পে কাজ৷ আপাতত টু-জি পরিষেবার মাধ্যমে `মাটির কথা` শুনবে সরকার৷

সাহায্য নেওয়া হবে কল্যাণী বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদেরও৷ কারও দেওয়া সমাধানসূত্রে ভুলচুক হলে অন্যজন তত্ক্ষণাত্ তাঁরা ঠিক করে দিতে পারবেন৷ অন্য কেপিএস-রাও এই যোগসূত্রে বাঁধা পড়বেন৷ প্রতিটি পঞ্চায়েত এলাকার সমস্যা ও সমাধান সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন অন্য পঞ্চায়েতের কেপিএস৷ কেন্দ্রীয় ভাবে এই প্রযুক্তির সাহায্যে কৃষি দপ্তর নিচুতলায় আধিকারিক ও কেপিএসের কাজে নজরদারিও চালাতে পারবে৷ জিপিআরএসের সাহায্যে বোঝা যাবে, কেপিএস মাঠে গিয়ে চাষিদের সঙ্গে যোগাযোগ করছেন কি না৷

বর্তমানে ১৫ দিন অন্তর কেপিএসদের সঙ্গে ব্লকের কৃষি আধিকারিকরা আলোচনায় বসেন৷ অজানা রোগ ও পোকায় চাষের ক্ষতি হলে আধিকারিকরা বিশেষজ্ঞদের নিয়ে কেপিএসের সঙ্গে বসে সমাধানের পথ খুঁজতেন৷ তাতে দীর্ঘ সময় লাগে৷ তথ্যপ্রযুক্তির ব্যবহারে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় ইতি পড়বে৷ ভবিষ্যতে কৃষক `মাটির কথা` প্রকল্পকে ব্যবহার করে চাষে খরচের বাজেট তৈরি ও উত্পাদিত ফসলের বাজারদরের খবর পাবেন৷ মিলবে আবহাওয়ার পূর্বাভাসও৷