সাম্প্রতিক খবর

জুলাই ১৪, ২০১৯

আজ শুরু সপ্তাহব্যাপী বন মহোৎসব

আজ শুরু সপ্তাহব্যাপী বন মহোৎসব

প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে গাছের অবদান সম্পর্কে মানুষকে অবহিত করতে রাজ্য সরকার প্রতি বছর ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই সপ্তাহ ব্যাপী বন মহোৎসব পালন করে।

রাজ্য জুড়ে এই উৎসব আয়োজনের দায়িত্বে থাকে বন দপ্তর যাদের প্রাথমিক দায়িত্ব বৃক্ষ রোপণ করা। স্কুল ও কলেজ পড়ুয়া, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ এই উৎসবে অংশ নেন।

প্রতি বছর রাজ্যের প্রতি জেলায় কয়েক লক্ষ চারা গাছ রোপণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের চারা বিতরণ করা হয়। গত বছর প্রায় ২ কোটি চারা রোপণ করা হয়েছে সারা রাজ্যে। স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানেও রোপণ করা হয়েছে এই চারা। এবং এই সকল চারা বিনামূল্যে বিতরণ করা হয়। তার আগের বছর ১.৮ কোটি চারা রোপণ করা হয়েছিল।

প্রতি বছরের মত এবছরেরও সপ্তাহ জুড়ে বিভিন্ন উৎসব আয়োজন করবে বন দপ্তর।

• ২টাকা দরে কলকাতার প্রতি বাসিন্দাকে পাঁচটি পর্যন্ত চারা প্রদান করা হবে
• কলকাতার যে কোনও প্রতিষ্ঠান আবেদন করলে তাদের ১টাকা দরে সর্বাধিক ১০০ টি চারা প্রদান করা হবে
• রাজ্যের অন্যান্য জায়গাতে বিনামূল্যে জনপিছু সর্বাধিক ৫টি করে চারা প্রদান করা হবে
• রাজ্যের অন্যান্য জায়গাতে যে কোনও প্রতিষ্ঠান আবেদন করলে তাদের বিনামূল্যে সর্বাধিক ১০০ টি চারা প্রদান করা হবে
• যেকোনো স্থানের বন আধিকারিক সেই অঞ্চলের বিধায়কদের ১০০০টি করে চারা প্রদান করবে
• বন দপ্তরের বিতরণ করা চারা রোপণের অনুষ্ঠান আয়োজন করবে জেলা পরিষদ
• সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ, বন সংরক্ষণ এবং মানুষ-পশু সংঘাতের ওপর আলোচনা সভা, বসে আঁকো প্রতিযোগিতা, ১৪ই জুলাই রাজ্য জুড়ে যুগ্ম বন ব্যবস্থাপনা কমিটি যুগ্ম নজরদারি চালাবে