সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৪, ২০১৮

ভারত–ইতালি সম্পর্ক আরও গভীর হবে: মিলানে মুখ্যমন্ত্রী

ভারত–ইতালি সম্পর্ক আরও গভীর হবে: মিলানে মুখ্যমন্ত্রী

মিলানে সোমবার শিল্প সম্মেলনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

দু’‌দেশের সংস্কৃতির উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌ইতালির ভাষা আমি ভীষণ পছন্দ করি। তবে বলতে পারি না। যদিও এটুকু জোর গলায় বলতে পারি ইতালির সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির অনেক মিল।’‌

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ইতালির ফুটবলও আমরা পছন্দ করি। খেলাধুলা ও সংস্কৃতিতে বাংলা এগিয়ে। ‘আশা করি ভারত–ইতালি সম্পর্ক আরও গভীর হবে। মাদার টেরেজাকে যখন সন্ত ঘোষণা করা হয় তখন আমি ইতালিতে এসেছিলাম।’‌

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌বাংলা আর বাণিজ্য এখন সমার্থক। তাছাড়া বাংলা হল দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বাংলা থেকে সহজেই নেপাল ও ভুটান যাওয়া যায়। শিল্প সহায়ক নীতি নিয়েছে বাংলা। চর্মশিল্পে বাংলা এগিয়ে। বাংলায় কৃষি ও শিল্প একে–অপরের পরিপূরক। তবে প্রযুক্তিগতভাবে এগিয়ে ইতালি। বাংলায় বিনিয়োগ করার জন্য সবাইকে অনুরোধ করছি।’‌