February 28, 2014
WB Govt launches fair price shops for essential commodities

State Food and Supplies Minister Jyotipriya Mullick inaugurated an essential commodities shop at Khadya Bhawan on Mirza Galib Street where commodities will be sold at subsidised rates.
The shop `Roudro Brishti ` will remain open from 10 AM to 7 PM every day. Similar shops will be opened at each block of the district where commodities will be sold at subsidised rates, said Mr Mullick after inaugurating the shop.
A food quality checking machine has also been installed inside the laboratory of Khadya Bhawan. The laboratory has been modernized at a cost of around Rs 3 crore.
Ration Cards have also been distributed to homeless families in the city so that they can get their daily food at subsidized rates.
Earlier, people had to go to Hyderabad to check the quality of food. Now, people do not need to go outside the state, he said. The Food and Supplies Department has sold rice at Rs 2 per kg to more than 3.20 crore people belonging to Below Poverty Line in the past two-and-a-half years, Mr Mullick said, adding the department has seized more than eight lakh forged ration cards and carried out raids in more than 700 shops where adulterated food was found.
—
খাদ্য দফতরের উদ্যোগে এ দিনই প্রথম একটি ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী। দোকানটি তৈরি হয়েছে ওই দফতরে ঢোকার মুখেই। বিভিন্ন `ব্র্যান্ডেড` নামী সংস্থার পণ্য পাওয়া যাবে সেখানে। নাম রাখা হয়েছে `রৌদ্র–বৃষ্টি`। প্রতিটি জেলা ও মহকুমা শহরে এই ধরনের দোকান খোলা হবে। খাদ্যমন্ত্রী জানান, এই দোকান থেকে বাজারদরের তুলনায় ১০–১২ শতাংশ কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। খাদ্যের মান পরীক্ষায় এ দিন একটি আধুনিক পরীক্ষাগারও চালু হল। এতে খরচ হয়েছে তিন কোটি টাকা।
ভবঘুরেদেরও অন্নচিন্তার কিছুটা সুরাহা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই জন্য মহানগরীর সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দিচ্ছে খাদ্য দফতর। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েও খাদ্য দফতরকে সতর্ক করে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর উদ্বেগ, এর ফলে না গ্রামগঞ্জ থেকে কলকাতায় লোক আসার হিড়িক পড়ে যায়!
বৃহস্পতিবার খাদ্য দফতরে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “খাদ্যমন্ত্রীর চেষ্টায় রাজ্যে এক কোটি রেশন কার্ড উদ্ধার হয়েছে। আবার নতুন করে রেশন কার্ড দেওয়া হচ্ছে ভবঘুরেদের। কাজটা ভাল। তবু ওদের বলব, এমন ভাবে রেশন কার্ড দেওয়া উচিত হবে না, যাতে গ্রাম থেকে হুড়মুড় করে লোক ঢুকে পড়ে কলকাতায়।” এক সময় কলকাতার মেয়র ছিলেন বলেই যে তিনি এই ব্যাপারটা সম্পর্কে অবহিত, তা–ও জানান সুব্রতবাবু।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পুরসভার মাধ্যমে কলকাতার ভবঘুরেদের তালিকা তৈরি করে রেশন কার্ড দেওয়া হচ্ছে। আগেই এই ধরনের ২৪৮৫টি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে। এ দিন আরও ১১৭টি পরিবারকে দেওয়া হল। অক্টোবরের মধ্যে কলকাতার সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দেবে খাদ্য দফতর। পঞ্চায়েতমন্ত্রীর উদ্বেগের ব্যাপারে খাদ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর স্লোগান হল, `সবার জন্য খাদ্য`। তাই সব ভবঘুরে পরিবারকেই রেশন কার্ড দেওয়া হবে।“