অগাস্ট ২, ২০১৮
ঔষধি গাছ সংরক্ষণের জন্য গুদাম তৈরী করছে রাজ্য

ঔষধি গাছ সংরক্ষণ করার জন্য উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি গুদাম তৈরী করবে রাজ্য বন দপ্তর। সম্প্রতি রাজ্য বন মন্ত্রী এই ঘোষণা করেন।
ঔষধি গাছের চাহিদার কথা মাথায় রেখে এই গাছ সংরক্ষণে জোর দিচ্ছে রাজ্য সরকার। এই গাছের রপ্তানির সুযোগও বিপুল সম্ভাবনাময়।এই গুদামগুলি তৈরী হলে সেখানে সংরক্ষিত ঔষধি গাছগুলির মূল্যায়ন করে সঠিক দাম সংগ্রহকারীকে তুলে দেওয়ার অনেকটা সময় পাবে রাজ্য সরকার।
জঙ্গল থেকে এইসব গাছ সংগ্রহ করা শুধু কষ্টকরই নয়, বিপজ্জনকও বটে। তাই সংগ্রহকারীরা যাতে এর উপযুক্ত মূল্য পায়, সেটা নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য সরকার।