অগাস্ট ৩, ২০১৮
এক লক্ষ এফআইআর করলেও কিছু যায় আসে না: মমতা

এক লক্ষ এফআইআর করলেও তিনি অসমের মানুষের পাশে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে তৃণমূল কংগ্রেস সাংসদদের যে ভাবে হেনস্থা করা হয়েছে তার রাজনৈতিক প্রত্যুত্তর দেওয়ার কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বসে আছি বাংলায় আর এফআইআর করেছে অসমে। এর আগেও করেছে। কিছু এসে যায় না। মানুষের হয়ে কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে এক লক্ষ এফআইআর করলেও কিছু যায় আসে না, কারণ আমরা জানি আমরা সুপার ইমারজেন্সিতে আছি।
পাশাপাশি জাতীয় নাগরিক পুঞ্জে ইস্যুতে কোনও মানুষকে হেনস্থা করা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে আশ্বস্ত করার পরেও শিলচর বিমানবন্দরের ভেতরে তৃণমূল কংগ্রেস সাংসদদের হেনস্থা করা নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সাংসদদের বিমানবন্দরের ভেতরে মারধর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। জঘন্য রাজনীতি চলছে। আমি সাংসদদের বলে দিয়েছি মানুষের স্বার্থে আমরা লড়াই করছি। পিছু হটব না।