সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৭, ২০১৮

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১০ই সেপ্টেম্বর তৃণমূলের প্রতিবাদ মিছিল

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১০ই সেপ্টেম্বর তৃণমূলের প্রতিবাদ মিছিল

কেন্দ্রের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ১০ই সেপ্টেম্বর প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। সেইদিনই অন্য বিরোধী দল ভারত বনধের ডাক দিয়েছে। কিন্তু তৃণমূল কর্মনাশা বনধের রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই ইস্যুটি সমর্থন করলেও, বনধে সামিল হবে না।

আগামী ১০ তারিখে মৌলালি মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল করবে তৃণমূল। বেলা ৩টের সময় এই মিছিলটি শুরু হবে। এছাড়াও, জেলায় জেলায় মিছিল ও মিটিং করা হবে এই ইস্যুতে।

তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন:

পেট্রোলের দাম বেড়ে চলেছে। ডিজেলের দাম বেড়ে চলেছে। টাকার দাম পড়ছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী এবং গণতন্ত্রে বিশ্বাসী নয়। কৃষকদের স্বার্থে কৃষকদের ঋণ মুকুবের কথা বহুবার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে।

একদিকে পাহাড়প্রমাণ দুর্নীতি এবং অন্যদিকে জনবিরোধী নীতি। এই ইস্যুগুলির জন্য যারা বনধের ডাক দিয়েছেন, আমরা ইস্যুগুলির সমর্থন করি। কিন্তু, তৃণমূল কংগ্রেস বনধ ডেকে কর্মনাশা দিবস পালন করতে চায় না। অতীতে, আমাদের রাজ্যে ৮০ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। বাংলায় এই বনধের রাজনীতিকে আমরা সমর্থন করিনা। সারা রাজ্যে দোকানপাট খোলা রেখে জনজীবন সচল রাখার আবেদন করছি।

আমরা ১০ তারিখে মৌলালি থেকে প্রতিবাদ মিছিল করব। মৌলালি মোড়ে আমাদের সকল কর্মী, সমর্থক, সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীরা জমায়েত হবে। ওখান থেকে মিছিল শুরু হরে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত আসব।

এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ সভা করা হবে। সমস্ত মানুষকে এই প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার অনুরোধ জানাচ্ছি। এই ইস্যুতে প্রতিবাদে শামিল হবে তৃণমূল কংগ্রেস।