সাম্প্রতিক খবর

জুলাই ৯, ২০২০

কেন্দ্রের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত ও রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের লাগাতার প্রতিবাদ

কেন্দ্রের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত ও রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের লাগাতার প্রতিবাদ

গত বছরেই ভারতবর্ষ প্রত্যক্ষ করেছিল গত ৪৫ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ বেকারত্বের হার। প্রধানমন্ত্রী তাতেও কোনও নজর না দিয়ে একের পর এক দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের পথ বেছে আরও মানুষকে বেকার করার রাস্তায় সিলমোহর দিয়েছিলেন। এরপরে অনেক সংস্থার সদর দপ্তর গুলিকে কোলকাতা তথা বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। সেই থেকেই লাগাতার আন্দোলন করছে তৃণমূল।

এবছরে করোনার থাবায় ধুঁকছে বিশ্ব। তার আগে থেকেই অর্থনৈতিক মন্দা চলছিল দেশ তথা বিশ্বে। মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন বহু মানুষ। দুর্মূল্য হয়ে উঠছে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কেন্দ্র কোনোরকম নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছে না। তার মধ্যে বেজে উঠেছে ১৯৬৭ সালের পর আবার ভারত চীন যুদ্ধের দামামা। ঠিক এই সময়কে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে রেলের মত সংস্থাকে বেসরকারিকরণের। এছাড়া, বাংলাকে আরও বঞ্চিত করতে কোল ইন্ডিয়াকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে, সমবায় ব্যাঙ্ককেও রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সমস্ত অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে তৃণমূল।

দেখে নেওয়া যাক এই সপ্তাহে যে যে বিষয়ে তৃণমূল বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, সেগুলি:

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি
রেল বেসরকারীকরণ
কোল ইন্ডিয়াকে বাংলার বাইরে স্থানান্তর
সমবায় ব্যাঙ্কগুলিকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়া