Latest News

November 26, 2016

Trinamool takes up protest programme across Bengal against demonetisation

Today, following a meeting at the Kalighat office of Trinamool Congress, attended by senior leaders from across the State, a series of protests was decided to be organised across Bengal against the draconian policy of demonetisation taken up by the Centre, which has brought untold miseries for the common people.

Subrata Bakshi, General Secretary, Trinamool Congress, announced the protest schedule at a press conference held after the meeting. The series of protests would start on November 28 and end on December 5, to be followed by the commemoration of Sanhati Divas (Solidarity Day) on December 6.

The schedule is as follows:

November 28 (Monday), at 12 pm – Padayatra from College Square to Dorina Crossing in Kolkata
November 29 (Tuesday) – Protests by tea garden workers in front of tea gardens
November 30 (Wednesday) – Protest by biri workers in Dhuliyan, Murshidabad district
December 1 (Thursday) – Protest by tea garden workers in front of the Tea Board of India office in Kolkata
December 2 (Friday) – Submission of memorandum to the Reserve Bank of India (RBI), Kolkata
December 2 (Friday) – Protest meetings in front of banks
December 5 (Monday) – Protest meeting by jute mill workers in Jangipur, Murshidabad district
December 6 (Tuesday) – Commemoration of Sanhati Divas

 

 

নোট বাতিলের প্রতিবাদে বাংলার দিকে দিকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস

 

আজ তৃণমূল কংগ্রেসের কালীঘাটের কার্যালয়ে রাজ্যের সকল শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ফলে তৈরী হওয়া সাধারণ মানুষের অপরিসীম দুর্গতির প্রতিবাদে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

মিটিংয়ের পর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ওই মিটিংয়ে গ্রহণ করা কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি আগামী ২৮শে নভেম্বর থেকে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ৬ই ডিসেম্বর সংহতি দিবস পালন করা হবে।

কর্মসূচিটি এইরূপ :-

২৮শে নভেম্বর (সোমবার), বেলা ১২টা – কলকাতার কলেজ স্কোয়ার থেকে দরিনা মোড় পর্যন্ত মিছিল
২৯শে নভেম্বর (মঙ্গলবার) – চা বাগানের কর্মীরা চা বাগানের বাইরে বিক্ষোভ দেখাবে
৩০শে নভেম্বর (বুধবার) – ধুলিয়ান ও মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকরা বিক্ষোভ দেখাবে
১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) – কলকাতার টিবোর্ডের সামনে চা বাগানের কর্মীরা বিক্ষোভ দেখাবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – রিসার্ভ ব্যাঙ্কে স্মারকলিপি জমা দেওয়া হবে
২রা ডিসেম্বর (শুক্রবার) – সব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখানো হবে
৫ই ডিসেম্বর (সোমবার) – মুর্শিদাবাদ জেলার জাঙ্গিপুরে পাট কর্মীদের বিক্ষোভ
৬ই ডিসেম্বর (মঙ্গলবার) – সংহতি দিবস পালন করা হবে