ফেব্রুয়ারি ১৪, ২০১৯
সংসদের বাজেট অধিবেশনে তৃণমূল জনসাধারণের বিষয়গুলি তুলে ধরেন

তৃণমূল কংগ্রেস সাংসদরা অনেক বিষয় সংসদে তোলেন যার সঙ্গে সাধারন মানুষের স্বার্থ জড়িয়ে আছে।
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের মোশন অফ থ্যাঙ্কসের বিষয় আলোচনা থেকে শুরু করে বা রাজ্যসভায় জনস্বার্থ বিষয়ক আলোচনা-তৃণমূল সাংসদরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করেন।
সংসদের ১৬তম অধিবেশনের শেষ দিন সংসদে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং গান্ধীমূর্তির সামনে প্রার্থনা করেন। তৃণমূল সাংসদরাও কেন্দ্রের বিরুদ্ধে ধর্না প্রদর্শন করেন।
এই বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদরা যেসব বিষয়ে আলোচনা করেন, সেগুলি তুলে ধরা হল।
লোকসভা
কোশ্চেন আওয়ার
দীনেশ ত্রিবেদী কৃষক কল্যাণ প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন. বিশদে জানতে ক্লিক করুন
রত্না দে নাগ আকাশবাণী এবং দূরদর্শন বিষয়ে প্রশ্ন করেন. বিশদে জানতে ক্লিক করুন
প্রসূন ব্যানার্জি অল ইন্ডিয়া রেডিও এবং ক্রীড়ার সহায়তা নিয়ে সাপ্লিমেন্টারি প্রশ্ন করেন. বিশদে জানতে ক্লিক করুন
অপরূপা পোদ্দার কোশ্চেন আওয়ারে বস্তি অঞ্চলে পুর পরিষেবা নিয়ে প্রশ্ন করেন. বিশদে জানতে ক্লিক করুন
জিরো আওয়ার
সন্ধ্যা রায় কেশিয়ারিতে একটি রেল ষ্টেশনের দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
অপরূপা পোদ্দার কলকাতা মেট্রোয় যাত্রী সুরক্ষা বিষয়ে বলেন. বিশদে জানতে ক্লিক করুন
অর্পিতা ঘোষ তাঁর কেন্দ্রে রেলের পরিষেবার দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
দীনেশ ত্রিবেদী অসমে বাঙালী হত্যার বিষয় নিয়ে বলেন. বিশদে জানতে ক্লিক করুন
মুমতাজ সঙ্ঘমিত্রা ২ নম্বর জাতীয় সড়কে পানাগড় থেকে বর্ধমানের রাস্তার আশু মেরামতের প্রয়োজনের কথা বলেন. বিশদে জানতে ক্লিক করুন
রত্না দে নাগ হাজী মহম্মদ মহসিন হল্ট রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের থামার দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
প্রতিমা মন্ডল শিয়ালদহ-ক্যানিং শাখায় চাঁদখালি হল্টে একধারের প্ল্যাটফর্মের দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
ইদ্রিস আলি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে জাতীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
বিল সংক্রান্ত বিষয়
দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির ভাষণের মোশন অফ থ্যাঙ্কসের বিষয়ে বলেন. বিশদে জানতে ক্লিক করুন
কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির ভাষণের মোশন অফ থ্যাঙ্কসের বিষয়ে বলেন. বিশদে জানতে ক্লিক করুন
সৌগত রায় অন্তর্বর্তী বাজেট ২০১৯-২০ বিষয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
সৌগত রায় ফিনান্স বিল ২০১৯ বিষয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
সৌগত রায় দি ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোসিট স্কিমস বিল ২০১৮ বিষয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
সুদীপ বন্দ্যোপাধ্যায় দি ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোসিট স্কিমস বিল ২০১৮ বিষয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
সুগত বসু দি জালিয়ানওয়ালাবাগ ন্যাশানাল মেমোরিয়াল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৮ নিয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
অন্যান্য বিষয়
সুগত রায় সিবিআইকে রাজ্য সরকারের বিরুদ্ধে অপব্যবহার নিয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর উত্তর দাবী করে এবং লোকসভা থেকে ওয়াকআউট করে. বিশদে জানতে ক্লিক করুন
সৌগত রায় রাফায়েল চুক্তি নিয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার ১৬তম সংসদ অধিবেশনে কনক্লুডিং ভাষণ দেন. বিশদে জানতে ক্লিক করুন
রিপোর্ট পেশ
সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় রেল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ করেন. বিশদে জানতে ক্লিক করুন
রাজ্যসভা
জিরো আওয়ার
সুখেন্দু শেখর রায় দীর্ঘদিনের আইনজীবীদের দাবী নিয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
ড শান্তনু সেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অবাস্তব প্যাকেজ নিয়ে আলোচনা করেন. বিশদে জানতে ক্লিক করুন
শান্তা ছেত্রী দার্জিলিং জেলার ১১টি জনজাতির উপজাতি তকমার দাবী জানান. বিশদে জানতে ক্লিক করুন
নাদিমুল হক বিএসএনএল কর্মচারীদের দুর্দশা তুলে ধরেন. বিশদে জানতে ক্লিক করুন
বিল সংক্রান্ত বিষয়
সুখেন্দু শেখর রায় কঞ্জিউমার প্রোটেকশন বিলের বিরোধীতা করেন. বিশদে জানতে ক্লিক করুন