অগাস্ট ৫, ২০১৮
রাজ্য জুড়ে কালা দিবস পালন তৃণমূলের

শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করেছে তৃণমূল। অসমের নাগরিক পঞ্জীকে কেন্দ্র করে নাগরিক কনভেনশনে যোগ দিতে যাওয়া তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদলকে শিলচর বিমানবন্দর থেকে বার হতে না দেওয়া ও তাদের হেনস্থার প্রতিবাদে এই কর্মসূচি। এই কর্মসূচির স্লোগান ছিল ‘দানবিক সরকার, আর নেই দরকার’। প্রতিবাদ চলবে রোববারও।
শনিবার সকাল থেকেই দলের নির্দেশ মেনে জেলায় জেলায় মিছিল, সভা, সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা কালা দিবস পালন করেন। নেতা, মন্ত্রীরাও অংশগ্রহণ করেন এই প্রতিবাদ কর্মসূচিতে।
কালা দিবস পালন করতে বুকে কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা। শনিবার দিনভরই চলেছে বিভিন্ন জায়গায় মিছিল, পথসভা।