November 21, 2016
Trinamool MPs protest against ‘financial emergency’ in Parliament

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested at the entrance of Parliament today raising slogans against the ‘financial emergency’ unleashed by Centre due to demonetisation.
Wearing placards saying ‘Financial Emergency’ the MPs demanded rollback of demonetisation and asked the Centre to bring back all the black money stashed abroad.
‘Modi Sarkar Financial Emergency Vapas Lo, Vapas Lo’, ‘Tanashahi nahin chalegi’ and ‘Videsh se kala dhan vapas lao, vapas lao’ were some of the slogans raised by the MPs.
অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের সাংসদদের
কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে যে অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরী হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদে তৃণমূল সাংসদরা আজ সংসদের প্রবেশ দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন।
সাংসদরা দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক ও বিদেশ থেকে সব কালো টাকা ফেরত নিয়ে আসা হোক।
“অর্থনৈতিক জরুরি অবস্থা” লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তারা “মোদী সরকার ফিনান্সিয়াল ইমার্জেন্সি বাপাস লো বাপাস লো”, “তানশাহী নেহি চলেগি”, “বিদেশ সে কালা ধন বাপাস লাও, বাপাস লাও” সহ আরও অনেক স্লোগান দেন।