সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৬, ২০১৮

এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার

এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার

এসএসকেএম হাসপাতালে খুলতে চলেছে ট্রমা সেন্টার। রাজ্য সরকারের উদ্যোগে খুলতে চলেছে এই ট্রমা সেন্টার। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এটিই হবে রাজ্যের দ্বিতীয় ট্রমা সেন্টার।

এই ট্রমা সেন্টার তৈরী করতে আনুমানিক খরচ হবে ২০ কোটি টাকা। থাকবে ১০ তলা। এই কেন্দ্রটি চালু হবে এই বছরের শেষের দিকে। রাজ্য সরকারের লক্ষ্য বাংলার ছ’টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ট্রমা সেন্টার খোলা। কারণ, এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বছরে বহুসংখ্যক রোগী ভর্তি হন।

এই কেন্দ্রে পথ বা বিমান দুর্ঘটনার ফলে নিউরো-সার্জিকাল এবং অর্থোপেডিক অস্ত্রোপচার এবং অন্যান্য এমার্জেন্সি পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্রে। মাথায় গুরুতর আঘাতের চিকিৎসাও (অস্ত্রোপচারের আগে ও পরে) করা হবে এখানে।

 

ছবি প্রতীকী