জুলাই ৬, ২০১৯
রাজ্যের প্রতিটি জেলায় গঠিত হবে পর্যটন কমিটি

রাজ্য পর্যটন দপ্তর রাজ্যের ২৩টি জেলাতেই গঠন করতে চলেছে জেলা পর্যটন কমিটি তৈরী করতে চলেছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত এবং বিদেশ থেকে আগত পর্যটকদের সুবিধা হবে।
পর্যটন মন্ত্রী বিধানসভায় ২০১৯-২০ সালের বাজেট বক্তৃতায় বলেন, এই জেলা পর্যটন কমিটিগুলির চেয়ারম্যান হবেন জেলাশাসক, সেক্রেটারি সদস্য হবেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, আরেকজন সরকারি উচ্চ পদাধিকারী এবং সেই জেলার দুজন বিখ্যাত ব্যক্তিত্ব থাকবেন এই কমিটিগুলিতে। এনারা সকলে নিশ্চিত করবেন তাঁদের ঐ জেলায় থাকাকালীন কোনও পর্যটক যেন কোনও সমস্যার সম্মুখীন না হন।
চলতি অর্থবর্ষে পর্যটন ক্ষেত্রের বাজেট বরাদ্দ ৪১৩.৮ কোটি টাকা। মন্ত্রী বলেন, পর্যটন দপ্তর হেরিটেজ কেন্দ্র হিসেবে ঘোষিত নবদ্বীপ এবং কোচবিহারের উন্নয়নের কাজ হাতে নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রগুলির উন্নয়নের একটি প্রকল্পের খসড়া করতে দায়িত্ব দিয়েছেন আইআইটি খড়গপুরকে এবং বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে হেরিটেজ বিষয়ে। মন্ত্রী বলেন, তাঁর দপ্তর পরিকল্পনা নিয়েছে পাহাড়ে গাজোলডোবায় একটি সর্ববৃহৎ পর্যটন হাব তৈরী করতে। গাজোলডোবায় ২০৮ একর জমি আছে যেটাকে একটি ট্যুরিজম হাবে পরিণত করা হবে।
অন্যান্য ট্যুরিজম প্রকল্পগুলি যা পর্যটন দপ্তর হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মায়াপুর থেকে বেলুড় মঠ পর্যন্ত ক্রুজ পরিষেবা শুরু করা। বেলুড়ে মঠে সন্ধ্যা আরতি হয় যা রাজ্যবাসীর কাছে খুব জনপ্রিয়।