সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৯, ২০১৮

লন্ডনে লাগল কলকাতার দুর্গা পুজোর ছোঁয়া

লন্ডনে লাগল কলকাতার দুর্গা পুজোর ছোঁয়া

লন্ডন এখন কলকাতাময়। দুর্গাপুজো শুরুর আগেই ওই শহরে পুজোর আমেজ। সৌজন্যে ‘টোটালি টেমস ফেস্টিভ্যাল’। কলকাতার দুর্গাপুজো কেমন তা তুলে ধরতে হচ্ছে উৎসব। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগেই হচ্ছে উৎসব।

শুধু পুজোর ছবি নয়, অনুষ্ঠানের সময় বাংলার সমাজ জীবনের পটচিত্র কেমন হয় তাও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। এ ধরনের কর্মসূচি আরও বেশী করে বিদেশী পর্যটক আনতে সাহায্য করে বলে মনে করে সরকার। এ মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে উৎসব। প্রদর্শনীর মাধ্যমে বলতে চাওয়া হচ্ছে সমস্ত ধর্মীয় রীতি নীতির উপরে উঠে এটা একটা সামাজিক অনুষ্ঠান।

ইতিমধ্যে লন্ডনে গিয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবং পর্যটন দপ্তরের সচিব। মন্ত্রী জানান, দুর্গাপুজো একটা সংস্কৃতি। লক্ষ লক্ষ মানুষের মেতে ওঠার উৎসব। বিশ্বের যে কোনও উৎসবের থেকে দুর্গাপুজো আলাদা।