সেপ্টেম্বর ৫, ২০১৮
বাস-ট্রাম এর সাথে এবার ভেসেলে ঘুরিয়ে ঠাকুর দেখানোর পরিকল্পনা রাজ্যের

শুধু বাস-ট্রামে নয়, সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পুজো পরিক্রমায় এবার যুক্ত হতে চলেছে ভেসেলও।
বাস এবং ভেসেলে স্থলপথ-জলপথের সমন্বয়ে এবারই প্রথম পুজো পরিক্রমার পরিকল্পনা করছেন নিগমকর্তারা। এর দ্বারা এক নতুন ধরনের পুজো দেখার অনুভুতি পাওয়া যাবে।
তার পাশাপাশি, বাস এবং ট্রামে বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরিয়ে দেখানোর আয়োজন করা হবে বলে খবর, কলকাতায় এবং শহরতলিতেও।