সাম্প্রতিক খবর

জুলাই ১৫, ২০১৯

বস্তিবাসীদের ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করবে রাজ্য সরকার

বস্তিবাসীদের ফ্ল্যাটের স্বপ্ন পূরণ করবে রাজ্য সরকার

রাজ্য পুর বিষয়ক মন্ত্রী বলেন, যারা সরকারের ফাঁকা জমিতে এতদিন বাস করছেন, তাঁরা এবার সেই জমিতে নিজেদের বাসস্থান তৈরী করতে পারবেন।

বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল ঠিকা টেনেন্সি (অ্যাকুইজিশন অ্যান্ড রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ পেশ করার সময় তিনি বলেন, আমরা বিএলআরও আধিকারিকদের নির্দেশ দিয়েছি যেসব জায়গায় বস্তি আছে, সেখানে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে সেইসব জমিতে তাঁরা নিজের বাসস্থান তৈরী করতে পারবেন। বাংলার বাড়ি প্রকল্পে তাঁরা বাড়িও তৈরী করতে পারবেন। এই সিদ্ধান্ত মন্ত্রীসভার অনুমোদনের জন্য ইতিমধ্যেই গৃহীত হয়েছে। এই আইনকে ঐতিহাসিক আইন বলে সম্বোধন করেন মন্ত্রী।

প্রসঙ্গত, গত কয়েক বছরে বেশীর ভাগ ঠিকা মালিকানাধীন সম্পত্তি হয় জরাজীর্ণ অবস্থায় আছে বা, আইনি জটিলতায় পড়েছে যেখানে সংস্কারের বা পুনঃনির্মাণের কোনও সম্ভাবনা নেই।

মন্ত্রী বলেন, এই আইনের ফলে ভাড়াটেরা ব্যাঙ্ক ঋণের মাধ্যমে বা বাংলার বাড়ি প্রকল্পে নিজেদের বাড়ি করতে পারবেন। এতে বস্তিবাসীদের ফ্ল্যাটে বাস করার স্বপ্নও পূরণ হবে। এই বিলে পাঁচতলা বাড়ির অনুমতিও দেওয়া হবে। এই বিলের মাধ্যমে প্রোমোটারের হাত থেকেও বাঁচানো যাবে সম্পত্তি। ঠিকা জমির মালিকানাও রক্ষিত হবে এই আইনে। এই আইনে বড়বাজার, আহিড়িটোলা, যাদবপুর, চেতলা ও তোপসিয়ার বস্তিবাসীরা উপকৃত হবেন।

মন্ত্রী আরও বলেন, কলকাতা ইতিমধ্যেই একটি সমীক্ষা করেছে ঠিকার বিষয়ে এবং ঠিকা ভাড়ার জমি নথিভুক্ত করেছে।