সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৬, ২০১৯

শহীদদের স্মরণে আজকের মোমবাতি মিছিলের পর কাল শান্তি মিছিল

শহীদদের স্মরণে আজকের মোমবাতি মিছিলের পর কাল শান্তি মিছিল

গত ১৪ই ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে ঘটে যাওয়া জঙ্গী হামলায় নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ তৃণমূল কংগ্রেস এক মোমবাতি মিছিলের আয়োজন করে। এর আগেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা শহীদ পরিবারদের সঙ্গে যোগাযোগ করেন ও সবরকম সাহায্যের আশ্বাস দেন।

হাজরা মোড় থেকে ধর্মতলার গান্ধীমূর্তি পর্যন্ত এই মিছিল হয়। সমস্ত স্তরের তৃণমূল কর্মী, সমর্থক ছাড়াও বিপুল সংখ্যায় সাধারণ মানুষ এই মিছিলে যোগ দেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মিছিলে কোনও রকম দলীয় পতাকা বা স্লোগান ব্যবহার না করার নির্দেশ আগেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরবতা পালনের পাশাপাশি সমবেত সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মিছিল শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই শোক মিছিল করার ডাক দেন। আগামীকাল সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত শান্তি মিছিল হবে।

তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ

জয় হিন্দ। বন্দে মাতরম।

আমাদের জওয়ানদের পূর্ণ শ্রদ্ধা জানাই যারা নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছেন। তাদের পরিবারের পাশে আমরা আছি। এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সকলে একজোট।

আমরা শুধু নিজের দেশ নয়, বিশ্বের যেকোনও কোনে সন্ত্রাসবাদী কার্যকলাপকে ধিক্কার জানাই।

যারা মাত্র দুঘণ্টার নোটিশে এই মিছিলে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে শোক জ্ঞাপন করেছেন।

মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা কারোর অসুবিধা করতে চাই না। মাইক ব্যবহার না করে, প্রতি ব্লকে দুপুর ২টো থেকে ৩টে এক ঘণ্টা নিঃশব্দে শান্তি মিছিল করবেন আমাদের কর্মীরা। সন্ত্রাসবাদকে ধিক্কার জানিয়ে এই মিছিল করবেন। কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডেও এই মিছিল হবে। সমস্তও সংগঠন সহ সকল মানুষকে বলব, এই মিছিলে অংশ নিতে। এর মাধ্যমে আমরা দেশমাতার প্রতি কর্তব্য পালন করব।

আমরা দেশের সকল মানুষ, পরিবারের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা জানাই। আমরা অখণ্ড ভারতের পক্ষে।

আমি মনে করি এদেশের সকল মানুষ এক। একতাই আমাদের শক্তি। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, যখন দেশের প্রয়োজন, আমরা একজোট হয়ে লড়ব।

দেশের সকল মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খৃস্টান হোক, সে শিখ হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, আমাদের একসঙ্গে চলতে হবে।

সন্ত্রাসবাদীর একটাই পরিচয় সে সন্ত্রাসবাদী। তাদের কোনও জাত, ধর্ম, বর্ণ হয়না। আমাদের উচিৎ সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী হিসেবেই ধিক্কার জানানো হোক।