মার্চ ২০, ২০১৯
কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্প শুরু করে ২০১৬ সালে। স্কুলছুটদের বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত করা এই অভিনব প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতি বছর ৬ লক্ষ যুবকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।
প্রসঙ্গত, এই মুহূর্তে বাংলায় ৫৭০ টি প্রশিক্ষক ১১৯৮টি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্র, ২৫০টি আইটিআই, ১৫২টি পলিটেকনিক এবং ৩৩৯০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ৩.২৩ লক্ষ ছাত্রছাত্রীকে ৩০টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেন।
২০১১ থেকে ২৮টি নতুন সরকারি পলিটেকনিক এবং সরকারি স্পন্সর্ড পলিটেকনিক কলেজ চালু হয়েছে। ২০১১র তুলনায় মোট পলিটেকনিক কলেজের সংখ্যা ৪০ থেকে বেড়ে হয়েছে ৬৯।
৩১শে মার্চের মধ্যে ৬লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রার মধ্যে ৩রা জানুয়ারির মধ্যে ৫১৫০১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চলতি অর্থবর্ষে একটি সেলফ ফিনান্সড পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।
বৃত্তি শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত সকল শিক্ষক ও অশিক্ষক ১৫৭৯৮জন কর্মচারীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এই দপ্তরের জন্য আগামী অর্থবর্ষে ১১০৬কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।