অগাস্ট ৬, ২০১৮
কবিতার ছন্দে বিজেপিকে বিঁধলেন প্রতিবাদী মমতা

ফের প্রতিবাদের জন্য কবিতার ভাষাকে হাতিয়ার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে প্রশ্ন তুললেন ভারতবাসীর ‘পরিচয়’ নিয়ে৷ কোন মাপকাঠিতে দেশের নাগরিকের গায়ে দেশদ্রোহী-অনুপ্রবেশকারীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও নিজের কলমে তুললেন তৃণমূল নেত্রী৷
দু’পাতার কবিতায় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের নাম লেখেননি৷ কিন্তু যে প্রশ্নগুলি তিনি তুলেছেন, তা থেকে পরিষ্কার এই কবিতার মাধ্যমে তিনি কেন্দ্রের শাসক দল বিজেপিকেই বিঁধতে চেয়েছেন৷
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই কবিতার নাম দিয়েছেন ‘পরিচয়৷’ কবিতার প্রথম লাইনেই তিনি লিখেছেন, ‘কী তোমার পরিচয়?’ এর পর প্রথম অনুচ্ছেদেই তিনি বুঝিয়ে দিয়েছেন এই কবিতা তিনি লিখছেন মূলত এনআরসি ইস্যুতে প্রতিবাদ করার জন্য৷ সেই কারণেই তিনি একের পর এক প্রশ্ন তুলে বোঝাতে চেয়েছেন, নিজের ভাষা, ধর্ম, খাবার, পরিচয়, শিক্ষা সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকলে মানুষকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে৷
তিনি লিখেছেন, পাঁচ-পুরুষের নাম নথিভুক্ত না থাকলে ‘তুমি অনুপ্রবেশকারী’৷ পাশাপাশি কবিতার মাধ্যমে তিনি দাবি করেছেন, ভারতে এখন আর প্রতিবাদীদের কোনও জায়গা নেই৷ তাই তাঁর কবিতার শেষ চার লাইন,
‘তুমি কি একজন প্রতিবাদী?
তুমি শাসক বিরোধী৷
তবে তুমি দেশ বিরোধী,
তোমার জায়গা নেই৷’