সাম্প্রতিক খবর

জুলাই ৩১, ২০১৯

রোগীদের সুবিধার্থে এবার সুপার স্পেশ্যালিটি ব্লক

 রোগীদের সুবিধার্থে এবার সুপার স্পেশ্যালিটি ব্লক

চিকিৎসা পরিষেবায় আরও এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রোগীদের আরও ভাল পরিষেবা দিতে এক ছাদের নীচে সমস্ত সুপার স্পেশ্যালিটি বিভাগকে নিয়ে আসা হচ্ছে। এতে রোগীকে এক বিল্ডিং থেকে অপর বিল্ডিংয়ে ছুটে বেড়াতে হবে না। মুশকিল আসান করতে কলকাতা মেডিক্যাল কলেজের ৯ তলার সুপার স্পেশ্যালিটি ব্লক দ্রুত চালু হতে চলেছে। একেবারে ঝাঁ চকচকে কর্পোরেট লুক। আগামী ১৫ই আগস্টের মধ্যে কেবিনগুলো চালু করার চেষ্টা চলছে। এখন যেখানে সুপার স্পেশ্যালিটি বিভাগগুলো রয়েছে আরও লোকবল পেলে পরে ধীরে ধীরে সেই বিভাগগুলিও এখানে স্থানান্তরিত হবে।

এক ছাদের তলায় নেফ্রোলজি, ইউরোলজি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, গ্যাস্ট্রো মেডিসিন, গ্যাস্ট্রো সার্জারি, ডায়াবেটিক, এন্ডোক্রিনোলজি, জেরিয়াট্রিক মেডিসিন এই ৯টি সুপার স্পেশ্যালিটি বিভাগ থাকবে। গোটা শীতাতপ নিয়ন্ত্রিত এই বিল্ডিংয়ের নীচতলায় চলছে সুপার স্পেশ্যালিটি ওপিডি। করা হবে ৪০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। চারতলায় ১২টি এবং পাঁচতলায় ১২টি করে মোট ২৪টি কেবিনের ব্যবস্থা থাকছে। নাম ঠিক করা হয়েছে চরক ও সুশ্রুত বিভাগ। বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ। বৈদ্যুতিক সংযোগের কাজও হয়ে গিয়েছে। দোতলায় করা হয়েছে রিসেপশন। সবকটি বিভাগের ইনডোর, ৯টি অপারেশন থিয়েটার, পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের মতো এখানেও কেবিনে ফ্রিজ, এলইডি টিভি, আধুনিক বেড, সোফা, শৌচাগারে গিজার, বেসিন, রোগীর একজন আত্মীয় থাকার ব্যবস্থা, ওয়েটিং লাউঞ্জ প্রভৃতি সবই থাকবে।

হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বলেন, রোগীকে আরও ভাল পরিষেবা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুপার স্পেশ্যালিটি ব্লক তৈরী করা হচ্ছে।

বেসরকারি হাসপাতালে যে পরিমাণ খরচের বহর তা অনেকেই সামলাতে পারেন না। অনেকেই চান সরকারি পরিষেবায় বেসরকারি হাসপাতালের ধাঁচে সুবিধা পেতে। কেবিনে ভর্তি হতে গেলে রোগীর থেকে সামান্য কিছু খরচ ধার্য করা হবে। চূড়ান্তভাবে সেটা স্বাস্থ্য দপ্তর ঠিক করবে। ‌ ‌

সৌজন্যেঃ আজকাল