Latest News

November 2, 2016

Sufal Bangla outlets to be set up in 8 more districts

Sufal Bangla outlets to be set up in 8 more districts

In a prompt reply to the request of the state agriculture marketing department, eight districts’ authorities have so far extended their support by identifying plots to set up outlets of Sufal Bangla to let more people buy fresh vegetables and so that farmers get right price for their produce.

Eight districts including Burdwan, Malda, Nadia, Cooch Behar, Jalpaiguri and Bankura have written to the Bengal Agricultural Marketing department stating that plots have been identified where outlets of Sufal Bangla can be set up. Plots at Siliguri have also been identified.

After Trinamool Congress Government returned to the power for the second term, the agriculture marketing department had set a target of opening at least five outlets in each district. At present, there are around 30 outlets functional in Kolkata, Howrah, Hooghly and Birbhum.

 

আরও আট জেলায় গড়ে উঠবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রাজ্যের আরও আট জেলায় তৈরী হবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আটটি জেলার আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্ধমান, নদীয়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার জেলা আধিকারিকরা রাজ্য কৃষি বিপণন দপ্তরকে জানিয়েছেন সুফল বাংলার বিপণন কেন্দ্রের জন্য তারা ইতিমধ্যেই জমি পেয়ে গেছেন। শিলিগুড়িতেও উপযুক্ত জমি রয়েছে।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য কৃষি বিপণন দপ্তর প্রতিটি জেলায় অন্তত পাঁচটি করে সুফল বাংলার বিপণন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বীরভূম জেলাতে এই মুহূর্তে এইরকম ৩০টি কেন্দ্র এই মুহূর্তে চলছে।