অগাস্ট ২০, ২০১৮
এমএসএমই কনক্লেভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দু’দিন ব্যাপী স্টেট এমএসএমই কনক্লেভ। আজ এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ছাড়াও এই সম্মেলনে ৫০০০-এরও বেশী ক্ষুদ ও মাঝারি শিল্প সংস্থা অংশগ্রহণ করছে। সম্মেলন শুরুর আগে জেলায় জেলায় বৈঠক ও রোডশোর আয়োজন করেছে দপ্তর। এ বছরের থিম হল ‘গন্তব্য বাংলা’। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এদিন হায়দরাবাদে ‘বিশ্ব বাংলা’ বিপণির উদ্বোধন করেন। সেই সঙ্গে উদ্বোধন করেন পার্ক স্ট্রিটে নতুন খাদি শো–রুম, মঞ্জুষার একটি উৎকর্ষকেন্দ্র ও পরিধান গার্মেন্ট পার্কেরও।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
- ক্ষুদ্রশিল্প কেন্দ্র করেই কর্মসংস্থান আরও বাড়বে। কিন্তু একে সিনার্জির সঙ্গে যুক্ত করতে হবে। বড় শিল্পের পাশাপাশি অনুসারী শিল্পেরও গুরুত্ব রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা তা স্থাপন করে সফল হতে পারেন।
- শিল্পোদ্যোগীদের সমস্যা সমাধানের জন্য ব্লক স্তরে গিয়ে প্রশাসনকে নজর দিতে হবে।
- কৃষি, হস্তশিল্প, পর্যটন, চা–পর্যটন ইত্যাদি নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। তাই জেলাগুলিতে আরও বেশি করে ক্লাস্টার বা শিল্পপার্ক তৈরি করতে হবে।
- আমরা ইতিমধ্যেই কিষাণ ক্রেডিট কার্ডধারকদের ও স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়া শুরু করেছি। ক্ষুদ্র শিল্পকেও ঋণ দেওয়া যায় কি না, দেখা হচ্ছে।
- তরুণ ও নতুন উদ্যোগপতিদের উৎসাহ দিতে হবে। আমরা তাদের দক্ষতা প্রশিক্ষণও দিচ্ছি। প্রতি বছর ৬ লক্ষ বেকারদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
- ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, তপশিলি জাতি ও উপজাতি উন্নয়ন দপ্তর, পরিবহণ দপ্তর কিছু কিছু উদ্যোগপতিদের সাহায্য করতে পারে। এক জানালা নীতির মাধ্যমে যদি অন্তত ১০০০ তরুণ উদ্যোগপতিকেও সাহায্য করা যায়, আমরা দেখব। এর ফলে আরও নতুন উদ্যোগী এগিয়ে আসবে।
- দমকলের ফি ৩৪ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
- তাঁতশিল্পে ঋণের হার ৬ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে সরকার।
- সব জেলায় ‘ডেটা ব্যাঙ্ক’ তৈরি করতে হবে। মোবাইলে ‘অ্যাপস’–এর মাধ্যমে সরকার–শিল্পোদ্যোগী যোগাযোগ রাখা দরকার।
- ব্যাঙ্কঋণ পেতে সমস্যা হয় ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের। নোটবন্দির পর সমস্যা তৈরি হয়েছে। এ ব্যাপারে সমবায় ব্যাঙ্কগুলিকে ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের পাশে দাঁড়াতে হবে।
- বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার থেকে একদিন থাকবে ক্ষুদ্র শিল্পের জন্য।