সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৩, ২০১৯

পারিবারিক সূত্রে পাওয়া জমির মিউটেশন ফি মুকুব

পারিবারিক সূত্রে পাওয়া জমির মিউটেশন ফি মুকুব

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মিউটেশন আর নতুন করে কোনও ফি দিতে হবে না। সেই ফি মুকুব করে দিল রাজ্য সরকার। নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ‘আগেই কৃষকদের স্বার্থরক্ষায় মুখ্যমন্ত্রী জমি কেনাবেচায় মিউটেশন ফি তুলে দিয়েছিলেন। এবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে।’

পারিবারিক সূত্রে প্রাপ্ত হলেও শালি বা কৃষিজমির মিউটেশনে এখন প্রতি ডেসিমেলে ৪০টাকা করে ফি দিতে হয়। এবার থেকে তা আর লাগবে না। এতে গ্রামাঞ্চলের মানুষ প্রভূত উপকৃত হবেন।

জমির সমস্তও তথ্য নির্ভর একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে। নাম ‘জমির তথ্য’। এই অ্যাপে থাকবে জমি সংক্রান্ত সমস্তও তথ্য। কোন মৌজার কত দাগ নম্বরের জমির কি চরিত্র, সেটি কার নামে রয়েছে, কত টাকা কর বাকি, মামলা আছে কিনা জানা যাবে সহজেই।

এমনকি তার কেনাবেচার জন্য দলিল করতে স্ট্যাম্প ডিউটির মূল্যায়নও করে ফেলা যাবে। থাকবে ঐ জমির সরকারি দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের নাম। থাকতে পারে ফোণ নম্বর, যাতে সহজে মানুষ যোগাযোগ করতে পারেন।

রাজ্যের জমির আদানপ্রদান সহজে করতে সরকারের তরফে একের পর এক ব্যবস্থা আগেই নেওয়া হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে। এবার অ্যাপ চালু ও মিউটেশন ফি উঠিয়ে দেওয়া আমজনতার পক্ষে সহায়ক হবে। সহজে মানুষ জমি সংক্রান্ত সমস্তও পরিষেবা পাবেন।

ফাইল চিত্র