ফেব্রুয়ারি ১৭, ২০১৯
কর ফাঁকি রুখতে রাজ্যেও এবার ইডির মতো সংস্থা
কেন্দ্রের ইডির ধাঁচেই এবার রাজ্যে তৈরী হবে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অ্যান্ড ডিরেক্টোরেট। অর্থ দপ্তরের অধীনস্ত এই সংস্থা কর ফাঁকি সংক্রান্ত বিষয়টি দেখবে। এতদিন কেন্দ্রের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিই এই সংক্রান্ত বিষয় দেখত। অভিযান চালাত তাদের মতো করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের নতুন ডিরেক্টরেট তৈরীর প্রস্তাব অনুমোদিত হয়। এজন্য বিশেষ থানা তৈরী করা হবে। হবে বিশেষ আদালতও। সেখানে এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ যেমন দেখা হবে, তেমনই নিস্পত্তি করা হবে। ৬১টি নতুন পদ তৈরী করা হবে।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন