সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২০, ২০১৯

হাসপাতালগুলিকে প্লাস্টিকমুক্ত করবে রাজ্য সরকার

হাসপাতালগুলিকে প্লাস্টিকমুক্ত করবে রাজ্য সরকার

সমস্ত সরকারি হাসপাতালগুলিকে প্লাস্টিক ব্যাগ মুক্ত অঞ্চলে পরিণত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবেশ দপ্তর। যেহেতু প্লাস্টিক ব্যাগ নন-বায়োডিগ্রেডেবল, তা পরিবেশের জন্য ক্ষতিকর।

রোগী এবং তাঁদের পরিবারের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য অভিযান চালাবে সরকার। পাশাপাশি, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে।

পিপিপি মডেলে সরকারি হাসপাতালে যেসব বেসরকারি সংস্থা কাজ করে – যেমন বিভিন্ন ডায়াগনস্টিক কেন্দ্র – তাদেরও অনুরোধ করা হবে তারা যেন রোগীদের রিপোর্ট প্লাস্টিক ব্যাগে না দিয়ে কাপড়ের ব্যাগে দেন।

ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরকে প্লাষ্টিক মুক্ত করার কাজ শুরু করেছে। শীঘ্রই বাকি হাসপাতালগুলিতেও এই অভিযান চালানো হবে।

ফাইল ফটো