ফেব্রুয়ারি ২৪, ২০১৯
দৃষ্টিহীনদের জন্য এবার সরকারি ওয়েবসাইটে বিশেষ ব্যবস্থা

রাজ্য সরকারের তথ্য, প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সরকারি ওয়েবসাইটে দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে।
দৃষ্টিহীনদের সুবিধার্থে ওয়েবেল সংস্থার সাহায্যে ওয়েবসাইটগুলিতে ‘ রিড অ্যালাউড’ (জোরে পড়ুন) ফিচারটি যোগ করা হবে। এই ফিচারটি গুগল ক্রোম এবং অন্যান্য ইন্টারনেট ব্রাউজারে কাজ করবে এক্সটেনশন হিসেবে। এর ফলে লিখিত পাঠ্যাংশ ধ্বনিতে পরিবর্তিত হবে।
এছাড়া, যেসব ওয়েবসাইটে ছবি আছে, যেখানে বিকল্প লেখা ভিত্তিক তথ্য যোগ করা হবে যাতে ‘রিড অ্যালাউড’ এক্সটেনশন এর মাধ্যমে সেই ছবির বর্ণনা দেওয়া যায়। পাশাপাশি, যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাদের জন্য ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্টগ্রাউন্ডের রঙের কন্ট্রাস্ট অনুপাত বেশী করা হবে এবং সব কন্টেন্টের সাথে নেভিগেশন এর জন্য অ্যারো কি যোগ করা হবে।
ফাইল ফটো