ফেব্রুয়ারি ৪, ২০১৯
নিউটাউনে ‘জৈব হাট’ তৈরী করছে রাজ্য
নিউটাউনে একটি সাততলা জৈব আনাজের মল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘জৈব হাট’। বাজারের পাশাপাশি এখানে একটি আধুনিক গবেষণাগারও তৈরী করা হবে।
কৃষি বিপণন মন্ত্রী বলেন, রাজ্য সরকার সেই সকল কৃষকদের সহায়তা করতে চায় যারা জৈব সার ব্যবহার করে চাষ করছেন। এর ফলে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হবেন রাসায়নিক সার ছেড়ে জৈব সার ব্যবহার করতে।
রাসায়নিক সারের মাধ্যমে চাষ করা খাদ্যশষ্য খেলে শারীরিক সমস্যা হতে পারে; বিশেষত ক্যান্সার ও হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ইতিমধ্যেই এই বাজারটির ছাদে জৈব চাষ শুরু করা হয়েছে। জৈব চাষের মাধ্যমে চাষ করা সব্জির চাহিদা বাড়ছে।
হিডকো কর্তৃপক্ষ ১৪.৭৭ কাঠা জমি প্রদান করেছে সাততলা বাজারটি নির্মাণ করার জন্য। খরচ পড়বে ১১.৪ কোটি টাকা। প্রথম তিনটি তল ব্যবহৃত হবে বাজার হিসেবে। চতুর্থ তলে থাকবে ফুড কোর্ট। পঞ্চম তলে থাকবে আধুনিক গবেষণাগার এবং একটি অফিস। ষষ্ঠ তলে থাকবে একটি অতিথিশালা।
ফাইল চিত্র