জুলাই ১, ২০১৯
পলাশী ও সবুজদ্বীপে পর্যটনের নয়া উদ্যোগ

অন্যান্য আরও পর্যটন উদ্যোগের পাশাপাশি হুগলী জেলার সবুজদ্বীপে এবং নদীয়া জেলার পলাশীতে নতুন পর্যটন সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্য পর্যটন মন্ত্রী বিধানসভায় একথা বলেন।
এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে সবুজদ্বীপে জেটি নির্মাণ শুরু হয়েছে। সেই অঞ্চলে আপাতত যা আইনত সমস্যা আছে, সেগুলি সমাধান হলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। এর পাশাপাশি মুর্শিদাবাদে একগুচ্ছ উন্নয়ন কর্মসূচী নিয়েছে দপ্তর যেখানে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যায়। পর্যটন দপ্তর ইতিমধ্যেই মতিঝিলের সংস্কার করেছে।
মন্ত্রী বলেন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নদীয়া জেলার পলাশিকেও উন্নয়ন করার পরিকল্পনা আছে রাজ্য সরকারের। পলাশীর যুদ্ধের স্মারক হিসেবে সেখানে একটি দ্বার তৈরী করা হবে। রাজ্য হেরিটেজ কমিশন কিছু নির্দেশিকা দিয়েছে যা তাঁর দপ্তর মেনে কাজ করবে। পর্যটন দপ্তর এই স্থানকে এক অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে।
সবুজদ্বীপে মূলত দুটি দ্বীপ আছে। একটির আয়তন প্রায় ৫৫ একর এবং অন্যটির আনুমানিক ৪৪ একর। এখানে পরিবেশ বান্ধব সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ঝরখালি, হুগলী জেলার বলাগড়ে সবুজদ্বীপ এবং উত্তরবঙ্গের গাজোলডোবায় সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়ার পরিকাঠামো তৈরীর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। প্রতিটি জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পৃথক স্থান থাকবে। এর পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীরা এইসব পর্যটন কেন্দ্রে বিভিন্ন হস্ত শিল্প পণ্য তৈরী ও বিক্রী করতে পারবেন।